অনুপ রায়, হাওড়া, ইন্ডিয়া নিউজ বাংলা : Student of Howrah stuck in Ukraine যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে হাওড়ার ইছাপুরের মেডিক্যাল পড়ুয়া দেবারতি দাস। উদ্বিগ্ন পরিবার চাইছেন দ্রুত দেশে ফিরে আসুক মেয়ে-সহ ভারতীয় সব পড়ুয়ারা। যুদ্ধ পরিস্থিতির মাঝে দেশে কী ভাবে মেয়েকে ফেরানো যায় তা ভেবেই আতঙ্কে দিন কাটছে দেবারতির পরিবারের। তাঁর পরিবার ভারত সরকারের কাছে কাতর আবেদন জানাচ্ছেন সব পড়ুয়াকেই দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক।
সব পড়ুয়াকেই দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক Student of Howrah stuck in Ukraine
জানা গেছে, ইউক্রেনের খারকিভে আটকে আছেন দেবারতিরা। ২০২০ সালের ডিসেম্বর মাসে মেডিক্যাল নিয়ে পড়াশোনার উদ্দেশে ইউক্রেন রওনা দিয়েছিলেন তিনি। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের খারকিভের ইন্টারন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটি ৫ নম্বর হস্টেলে এই মুহূর্তে দেবারতি ও তাঁর সহপাঠীরা রয়েছেন। পরিবার সূত্রে জানা যাচ্ছে, ওখানে প্রায় চার হাজার ভারতীয় মেডিক্যাল স্টুডেন্টরা রয়েছেন।
Student of Howrah stuck in Ukraine
———–
Published by Subhasish Mandal