Sunday, October 6, 2024
HomeদেশStuck in Ukraine দুশ্চিন্তায় ঘুম উড়েছে, ছেলেকে ইউক্রেন থেকে সুস্থভাবে ফিরিয়ে দেওয়ার...

Stuck in Ukraine দুশ্চিন্তায় ঘুম উড়েছে, ছেলেকে ইউক্রেন থেকে সুস্থভাবে ফিরিয়ে দেওয়ার আর্জি পরিবারের

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : Stuck in Ukraine করোনার কারণে দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। অবশেষে নিরুপায় হয়ে সংসার চালানোর তাগিদে গত ৭ মাস আগে বাড়ির সোনার গহনা, তাঁত বিক্রি করে ইউক্রেনে কাজের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু ইউক্রেনের পরিস্থিতি চিন্তার ভাঁজ ফেলেছে পরিবারের। নদিয়ার শান্তিপুরের গবারচর তালতলা পাড়ার বাসিন্দা সমীর বিশ্বাস বর্তমানে ইউক্রেন পেরিয়ে পোল্যান্ডে পৌঁছেছে।

সমীর বিশ্বাস পেশায় তাঁত শ্রমিক ছিলেন। দীর্ঘদিন ধরে করোনার কারণে বন্ধ ছিল তাঁতের কাজ। সেই কারণে সংসারে আর্থিক অনটন লেগেই থাকত। অবশেষে সংসার চালানোর তাগিদে সব কিছু বিক্রি করে কিছু টাকা উপার্জনের আশায় ইউক্রেন পাড়ি দেয়। কিন্তু কয়েক মাস কাটতে না কাটতেই ছন্দপতন। ইউক্রেনের বর্তমান পরিস্থিতির খবর শুনে ঘুম উড়েছে সমীর বিশ্বাসের পরিবারের। স্ত্রী মৌসুমী বিশ্বাস বলেন, তাঁর সঙ্গে নিয়মিত কথা হচ্ছে। স্বামী এখন ইউক্রেন ছেড়ে কোনওরকমে পোল্যান্ডে রয়েছে বলে জানিয়েছেন। কিন্তু যতক্ষণ না পর্যন্ত বাড়ি ফিরছে ততক্ষণ চরম দুশ্চিন্তায় রয়েছে তাঁরা।  সমীর বিশ্বাসের বাবা অসিত বিশ্বাস ছেলেকে সুস্থভাবে ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন সরকারের কাছে।

Stuck in Ukraine

আরও পড়ুন : Russia-Ukraine War প্রাণ বাঁচিয়ে ইউক্রেন ছেড়ে আপাতত পোল্যান্ডে স্বামী, দুশ্চিন্তায় শান্তিপুরে ঘুম ছুটেছে স্ত্রীর

আরও পড়ুন : Ukraine attack: Russia lose Champions League final ইউক্রেন আক্রমণের পর চ্যাম্পিয়নস লিগ ফাইনাল রাশিয়া থেকে সরল ফ্রান্সে

———–
Published by Subhasish Mandal  

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular