Sunday, February 16, 2025
HomeNationalSisir Adhikari is being dismissed as an MP? সাংসদ পদ কি খারিজ...

Sisir Adhikari is being dismissed as an MP? সাংসদ পদ কি খারিজ হচ্ছে শিশির অধিকারীর, জল্পনা রাজনৈতিক মহলে

জুলেখা নাসরিন, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Sisir Adhikari is being dismissed as an MP? সাংসদ পদ কি খারিজ হচ্ছে শিশির অধিকারীর? কারণ শিশির অধিকারীর বিরুদ্ধে প্রাথমিক তদন্তের নির্দেশ দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। কারণ রাজ্যের বিরোধী দলনেতার বাবার বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ জানিয়েছিল শাসকদল। সূত্রের খবর, ইতিমধ্যে গোটা বিষয়টি পাঠানো হয়েছে প্রিভিলেজ কমিটির কাছে। এই কমিটি বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট পেশ করবে লোকসভার স্পিকারের দফতরে। তারপরই শিশির অধিকারীর সাংসদ পদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা। প্রশ্ন উঠেছে সব মহলে। তাহলে কি সাংসদ পদ খারিজ হতে চলেছে শিশির অধিকারীর?‌ সূত্রের খবর, যদি সব তথ্য মিলে যায় তাহলে সাংসদ পদ খারিজ হতে পারে শিশির অধিকারীর। সেক্ষেত্রে তিনি তৃণমূল–বিজেপি কারও সাংসদই থাকবেন না। পরবর্তী লোকসভা নির্বাচনে তাঁকে জিতে আসতে হবে।

তৃণমূল কংগ্রেসের টিকিটেই সাংসদ শিশির অধিকারী Sisir Adhikari is being dismissed as an MP?

তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন শিশির অধিকারী। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের সময় তাঁকে দেখা গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মঞ্চে। তারপর তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ থাকলেও দলের কাজে সক্রিয় ছিলেন না। এই অভিযোগ তুলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতে আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর বিরুদ্ধে প্রাথমিক তদন্তের নির্দেশ দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

শিশির অধিকারীর বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ Sisir Adhikari is being dismissed as an MP?

একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন শিশির-পুত্র শুভেন্দু অধিকারী। তারপর একাধিক প্রচার সভাতে বিজেপির মঞ্চে দেখা যায় শিশির অধিকারীকে। তখনই কাঁথির সাংসদকে তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে বলেছিল তৃণমূল। কিন্তু, তিনি লোকসভার স্পিকারের কাছে নিজের রাজনৈতিক অবস্থান জানাতে একমাস সময় চান। তারপর দলীয় স্তরেও অবস্থান স্পষ্ট করেননি শিশির অধিকারী।

আরও পড়ুন : Supreme Power in Mamata অভিষেক দলের বিস্তারে মন দেবেন, বাংলায় সংগঠন দেখবেন মমতা

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular