ইন্ডিয়া নিউজ, চিত্তুরা।
পশুবলির সময় ছাগলের পরিবর্তে মানুষকে বলি দেওয়া হল।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় সংক্রান্তির অনুষ্ঠানে সময় একটি মন্দিরে মর্মান্তিক ঘটনাটি ঘটে।ঘটনায় প্রকাশ ১৬ জানুয়ারি চিত্তুর জেলায় একটি মন্দিরে সংক্রান্তি উপলক্ষে পুজো ছিল। প্রতিবছর এই সময় মদনাপল্লে গ্রামের লোকেরা ইয়েল্লামা মন্দিরে ঐতিহ্য অনুযায়ী বলি দেয়। এবারও সংক্রান্তি উদযাপনে ছাগল বলি দিতে এসেছেন মানুষ। মন্দিরে পুজো দেন স্থানীয়রা।
ছাগলের পরিবর্তে কোপ মানুষের ঘাড়ে (Sensational case of Andhra )
পুজোর একেবার শেষ লগ্নে পাঁঠা বলির জন্য প্রস্তুতী নেওয়া হয়। কাতান হাতে নিয়ে তৈরি মদের নেশায় বুঁদ হয়ে থাকা চপলপতি নামে স্থানীয় এক ব্যক্তি। হাঁড়িকাঠে ছাগগেলের মাথা আটকে দিয়ে ধরে রেখেছেন সুরেশ। ঢাক কাঁসরের ঘন্টার মাঝে চপলপতি ছাগলের গলায় কাতান না চালিয়ে সরাসরি কোপ দিল সুরেশের ঘাড়ে। রক্তে ভেসে যায় চারিদিক। হাসপাতালে নিয়ে গেলে সুরেশকে মূত ঘোষণা করা হয়। গ্রেফতার করা হয়েছে চপলপতিকে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে।