Thursday, September 19, 2024
HomeদেশSecond List Of UP Congress : উত্তরপ্রদেশে কংগ্রেসের দ্বিতীয় তালিকা...

Second List Of UP Congress : উত্তরপ্রদেশে কংগ্রেসের দ্বিতীয় তালিকা প্রকাশ, ৪১ জন প্রার্থীর মধ্যে ১৬ মহিলা

ইন্ডিয়া নিউজ বাংলা

লখনউ: উত্তরপ্রদেশের নির্বাচনের ময়দানে কংগ্রেস মহিলাদের সামনে নিয়ে আসছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি নির্বাচনের আগেই ঘোষণা করেছিলেন ৪০ শতাংশ আসনে মহিলাদের প্রার্থী করা হবে। সেই কথা রাখছেন প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। ৪১ জনের এই তালিকায় ১৬ জন মহিলাকে জায়গা দেওয়া হয়েছে। এই তালিকায় আলিগড় জেলার ইগলাস, খাইর এবং চররা আসনের জন্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। চররা থেকে অখিলেশ শর্মা, খয়ের থেকে মনিকা সূর্যবংশী, ইগ্লাস থেকে প্রীতি ধানগারকে প্রার্থী করা হয়েছে। এভাবে আলিগড় জেলা থেকে ২ জন মহিলাকে প্রাথী করে ভোটের আসরে নামিয়ে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

এখন পর্যন্ত 66 জন মহিলাকে প্রার্থী করেছে কংগ্রেস (Second List Of UP Congress )

এর আগে প্রথম দফায় উত্তরপ্রদেশে কংগ্রেসের 125 জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছিল। তার মধ্যে 50 জন মহিলাকে স্থান দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ কংগ্রেস নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিয়াঙ্কা গান্ধী 40 শতাংশ মহিলাদের টিকিট দিয়েই শুধু চমক দিচ্ছেন না, পাশাপাশি উন্নাওয়ের নির্যাতিতার মাকে প্রার্থী করে রীতিমত চমক দিয়েছেন।একই সঙ্গে আলিগড়ের মতো মুসলিম অধ্যুসিত এলাকার দুজন মহিলাকে প্রার্থী করাটাও বড় চমক বলা যেতে পারে।উত্তরপ্রদেশের এবারের বহু আসনের জেতা হারা নির্ভর করবে মহিলা ভোটাররা কাদের সমর্যন করবেন তার ওপর। সে দিকে থেকে মহিলাদের ব্যাপক ভাবে সরাসরি নির্বাচনের ময়দানে নামানো প্রিয়ঙ্কা গান্ধির মাস্টারস্ট্রোক কিনা তা নির্বাচনের ফলের পরই জানা যাবে।

Second List Of UP Congress

আর ও পড়ুন :Hit Attack of Yogi on SP সমাজবাদী পার্টি দাঙ্গাবাজ মানসিকতা কাটিয়ে উঠতে পারেনি, তোপ যোগী আদিত্যনাথের

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular