Saturday, November 9, 2024
HomeদেশSearching for Maoist Leader Akash মাওবাদী নেতা আকাশের খোঁজে চন্দ্রকোণার বাড়িতে ঝাড়খণ্ড...

Searching for Maoist Leader Akash মাওবাদী নেতা আকাশের খোঁজে চন্দ্রকোণার বাড়িতে ঝাড়খণ্ড পুলিশ

পার্থ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : পিপলস ওয়ারস গ্রুপ (PWG) ও জনযুদ্ধ গোষ্ঠীর সংগঠন বৃদ্ধির কাজের সূত্রে অসীম মণ্ডলের নাম হয় আকাশ। সেই মাওবাদী নেতা আকাশের চন্দ্রকোণার বাড়িতে এল ঝাড়খণ্ড পুলিশ। মঙ্গলবার ঝাড়খণ্ডের জামশেদপুর জেলার পাটমদা থানার দুই পুলিশকর্মী আদালতের নির্দেশনামা নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা থানার ফুলচক গ্রামে মাওবাদী নেতা আকাশ ওরফে অসীম মণ্ডলের বাড়িতে এলেন।

এদিন তাঁরা অসীম মণ্ডলের বাড়ি ও গ্রামের জনবহুল এলাকায় দুটি নোটিশ জারি করেন। তাতে লেখা এক মাসের মধ্যে আকাশ আত্মসমর্পণ না করলে তাঁর সম্পত্তি ক্রোক করা হবে। এমনকী আকাশের খোঁজ দিতে পারলে ১ কোটি টাকা পুরস্কৃত করা হবে।

আকাশের খোঁজ দিতে পারলে ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা Searching for Maoist Leader Akash

আরও পড়ুন : Gautam Adani : মুকেশ আম্বানিকে পিছনে ফেলে ভারতের সবচেয়ে ধনী গৌতম আদানি

জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা থানার ফুলচক গ্রামের বাসিন্দা অসীম মণ্ডল ওরফে আকাশ লেখাপড়ায় মেধাবী ছাত্র ছিল ৮-এর দশকের প্রথম দিকে। তিনি জেলার গড়বেতা কলেজের অনার্স নিয়ে পড়াশোনা করতেন। আর সেই সময় লেখাপড়ার মাঝপথে রাজনীতিতে যুক্ত হয়। তারপরেই হঠাৎ করে আকাশ নিরুদ্দেশ হয়ে যায়। ৯-এর দশকের দিকে আবার সে চন্দ্রকোণার ফুলচক গ্রামে নিজের বাড়িতে ফিরে আসে। তৎকালীন সময়ে ৯-এর দশকে সুদীপ চোঙদার, অসিত সরকারের সঙ্গে যোগাযোগ করে একাধিক গণ সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে বাম সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন আকাশ। এমনকী ১৯৯৮-২০০০ সালে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক রাজনৈতিক মামলায় এঁদের বিরুদ্ধে পুলিশের মামলা হয়। সেই সময় জনযুদ্ধ গোষ্ঠীর এক মহিলা অণু মাইতি (ওরফে কল্পনা মাইতি)-কে বিয়েও করে বলে জানা যায় এই আকাশ। ধাপে ধাপে চন্দ্রকোণার ফুলচক গ্রামের আকাশ মাওবাদীদের একজন প্রথম সারির নেতা হয়ে ওঠেন। বর্তমানে আকাশ শুধু ঝাড়খণ্ড নয়, এই রাজ্যে একাধিক মামলার আসামী। আর সেই আকাশের খোঁজে যেমন ঝাড়খণ্ড পুলিশ, তেমনি খোঁজ চালাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশও।

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular