রাকেশ বানওয়াল, ইন্ডিয়া নিউজ বাংলা, হাজারিবাগ, Saraswati idol immersion violence in jharkhand ঝাড়খণ্ডের হাজারিবাগে সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। এই ঘটনায় মৃৃৃত্যু হয়েছে ১৭ বছর বয়সী এক যুবকের। আহত হয়েছেন ৮ থেকে ১০ জন যুবক। এলাকায়় ব্যাপক উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে ঝাড়খণ্ড সরকার হারারিবাগ, চাতরা, গিরিডি, কোডারমা জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। প্রশাসনের তরফে বোঝানো হচ্ছে এলাকার বাসিন্দাদের।
তৎপরতায় পুলিশ Saraswati idol immersion violence in jharkhand
হাজারিবাগের বারহি এবং ঝাড়খণ্ডের কোডারমার মার্কচোতে সরস্বতী পুজোর প্রতিমা বিসর্জনের সময় কোনও একটি বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে সেখান থেকে সংঘর্ষের রূপ নেয়। এই সংঘর্ষে ১৭বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় স্বতপ্রণোদিত হয়ে ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছে। নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবিতে করিয়তপুর জাতীয় সড়ক ২ ঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে পুুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন : UP Bidhan Sabha Election 2022 বিজেপি যা বলে, কাজে করে দেখায় : রাজনাথ সিং
_____
Published by Julekha Nasrin