ইন্ডিয়া নিউজ বাংলা, কিয়েভ : Russia Ukraine War Indian Student রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে আরও এক ভারতীয় ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। এ তথ্য জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জেনারেল ভি কে সিং। পোল্যান্ডের রেজেজো বিমানবন্দরে ভি কে সিংয়ের জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে গুলি করা হয়েছিল ভারতীয় ছাত্রকে এবং আহত অবস্থায় তাঁকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রথম ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কর্ণাটকের ছাত্র Russia Ukraine War Indian Student
চলতি সপ্তাহের শুরুতে কর্ণাটকের ২১ বছর বয়সি ছাত্র নবীন শেখরপ্পা ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। নিহত ছাত্রের বাবার সঙ্গে কথা বলে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বজনদেরও দেহ ভারতে আনার আশ্বাস দেওয়া হয়েছে। ভারতীয় দূতাবাস দেশের সকল মানুষকে কিয়েভ ছেড়ে যাওয়ার জন্য একটি নির্দেশ জারি করেছে।
তিনটি সি-১৭ পরিবহন বিমানে ইউক্রেন থেকে আরও ৬৩০ ভারতীয়কে দিল্লিতে আনা হয়েছে Russia Ukraine War Indian Student
ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য কেন্দ্রের মোদি সরকারের ‘অপারেশন গঙ্গা’র অধীনে আজ আরও ৬৩০ জন ভারতীয় নাগরিককে বিমান বাহিনীর তিনটি সি-১৭ বিমানে করে ইউক্রেন থেকে দেশে আনা হয়েছে। হাঙ্গেরির বুদাপেস্ট এবং রোমানিয়ার বুখারেস্টে আনা হয়েছে নাগরিকদের। সি-১৭ গ্লোবমাস্টার এই নাগরিকদের নিয়ে দিল্লিতে অবতরণ করেছে। দেশে ফেরার পর প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট তাঁদের স্বাগত জানান।
Russia Ukraine War Indian Student
———–
Published by Subhasish Mandal