Thursday, November 21, 2024
Homeরাজ্যউত্তর ২৪ পরগণাRussia-Ukraine War রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মাঝে গোবরডাঙায় মেয়ের জন্য উদ্বিগ্ন মা

Russia-Ukraine War রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মাঝে গোবরডাঙায় মেয়ের জন্য উদ্বিগ্ন মা

সোমনাথ মজুমদার, বনগাঁ, ইন্ডিয়া নিউজ বাংলা : Russia-Ukraine War বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট পুতিনের যুদ্ধ ঘোষণার পরই ইউক্রেনের একাধিক শহরে হামলা শুরু হয়। একাধিক শহর থেকে বিস্ফোরণের খবর আসতে শুরু করে। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার উদ্বেগের মধ্যে রয়েছে সে দেশে আটক ভারতীয়দের পরিবারের সদস্যরা। উদ্বিগ্ন ভারতের বিদেশমন্ত্রকও।

ডাক্তারি পড়তে ইউক্রেনে গিয়েছেন গোবরডাঙার বাসিন্দা স্বাগতা সাধুখাঁ Russia-Ukraine War

ডাক্তারি পড়তে ৩ বছর আগে ইউক্রেনে গিয়েছিলেন গোবরডাঙার বাসিন্দা স্বাগতা সাধুখাঁ। বর্তমানে সেখানেই রয়েছেন তিনি। মেয়ে সে দেশে থাকায় উদ্বিগ্ন তাঁর পরিবার। গোবরডাঙার বেড়গুম পঞ্চায়েতের লক্ষ্মীপুরের বাসিন্দা দেবাশিস সাধুখাঁর মেয়ে স্বাগতা। গোবরডাঙা উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ইউক্রেনে যান পড়াশোনার জন্য। বৃহস্পতিবার থেকে সেখানে যুদ্ধ শুরু হ‌ওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। স্বাগতার বউদি চম্পা সাধুখাঁ বলেন, আমরা এখানে থেকে বুঝতে পারছি না ও ওখানে কেমন পরিস্থিতি আছে! আমরা চাই ভালোভাবে বাড়ি ফিরুক ঘরের মেয়ে। এদিন‌ই মেয়ের সাথে ভিডিও কলে কথা বলেন মা। মেয়ে মাকে জানায় সেখানে বিমানবন্দরে বোমা নিক্ষেপ শুরু হয়েছে। দোকানপাট সব বন্ধ। স্বাগতার মায়ের আবেদন, সরকার ওদেশে আটকে পড়া ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে আনুক দ্রুত।

Russia-Ukraine War

আরও পড়ুন : Ukraine-Russia Conflict : ইউক্রেন থেকে দেশে ফেরানো হচ্ছে ২৫৬ পড়ুয়াকে

———–
Published by Subhasish Mandal  

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular