Saturday, November 23, 2024
HomeদেশRussia attack Ukraine ইউক্রেনে সামরিক অভ্যুত্থান রাশিয়ার, বিশ্বজুড়ে ধস শেয়ার বাজারে

Russia attack Ukraine ইউক্রেনে সামরিক অভ্যুত্থান রাশিয়ার, বিশ্বজুড়ে ধস শেয়ার বাজারে

ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা, Russia attack Ukraine বড়সড় ধাক্কা শেয়ার বাজারে। বৃহস্পতিবার সকালে এক টেলিভিশন বার্তার মাধ্যমে ইউক্রেনে সামরিক অভিযানের কথা ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপরেই বড়সড় ধস নামে শেয়ার বাজারে। বাজার খোলার পরেই বড়সড় পতনের মুখে সেনসেক্স। ১,৪২৮.৩৪ পয়েন্টে নেমে আসে সেনসেক্স। একই অবস্থা নিফটির। বাজার খোলার পরই ৫১৪.৩৫ পয়েন্ট পড়ে  শেয়ার বাজারের সূচক। শেয়ার সূচকের এই পতন প্রভাব ফেলে বাজারে লেনদেনের উপর।

শেয়ার বাজারে ধাক্কা খেয়েছে অধিকাংশ বড় সংস্থার Russia attack Ukraine 

বৃহস্পতিবার শেয়ার বাজারে ধাক্কা খেয়েছে অধিকাংশ বড় সংস্থা। পড়েছে অধিকাংশ সংস্থার শেয়ার। টাটা মোটর্স, টেক মাহিন্দ্রার মত বড় কোম্পানির শেয়ারও  পতন লক্ষ্য করা যায়। এছাড়া এয়ারটেল, মারুতি, উইপ্রো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র শেয়ারেও পতন দেখা যায়।

আরও পড়ুন : Ukraine Russia War ইউক্রেনে শুরু হল রাশিয়ার সেনা অভিযান, আকাশে ঘনীভূত যুদ্ধের কালো মেঘ

___

Published by Julekha Nasrin

 

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular