Thursday, November 21, 2024
HomeদেশRohingyas arrested in Jalpaiguri ছয় শিশু-সহ মোট ১৩ জন রোহিঙ্গাকে গ্রেফতার করল...

Rohingyas arrested in Jalpaiguri ছয় শিশু-সহ মোট ১৩ জন রোহিঙ্গাকে গ্রেফতার করল জিআরপি

প্রসেনজিৎ রাহা, শিলিগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা: Rohingyas arrested in Jalpaiguri ১৩ দলের একটি রোহিঙ্গা দলকে গ্রেফতার করল জিআরপি। নিউ জলপাইগুড়ি স্টেশনের জিআরপি সূত্রে জানা গিয়েছে , শুক্রবার জম্মু ও দিল্লি থেকে দু’ভাগে ভাগ হয়ে এনজেপি স্টেশনে পৌঁছেছিল ১৩ জনের এই রোহিঙ্গা দলটি। শুক্রবার  বিকেলে তাঁরা নিউ জলপাইগড়ি স্টেশন থেকে অসমের ট্রেন ধরার অপেক্ষায় ছিল। ঠিক তখনই  জিআরপি আধিকারিকদের নজরে আসে।

তাঁদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে রেল পুলিশ।  এদিন রাতে তাঁদের ফরেনার্স অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে অসম থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পরিকল্পনা করেছিল তাঁরা। তবে, জানা গেছে ওই ১৩ জনের দলে ৪-৬ বছর বয়সের ছ’টি শিশু, দু’জন মহিলা ও পাঁচজন পুরুষ আছে। শনিবার তাঁদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে।

Rohingyas arrested in Jalpaiguri

আরও পড়ুন: Gate Meeting at Raimatang Tea Estate চা শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে রায়মাটাং চা বাগানে গেট মিটিং বিটিডব্লুইউ-এর

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular