ইন্ডিয়া নিউজ বাংলা
নতুন দিল্লী : ৭৩ তম প্রজাতন্ত্র দিবস আজ সারা দেশে আড়ম্বরে পালিত হল। রাজধানী দিল্লির ঐতিহাসিক রাজপথে জমকালো কুচকাওয়াজের দৃশ্য ছিল দেখার মতো। অনেক কিছুই নতুন এবার দেখার ছিল। ইতিহাসে প্রথমবারের মতো ৭৫টি প্লেন ফ্লাই পাস্টের আয়োজন করা হয় এবার। নিরাপত্তা ব্যবস্থাও ছিল খুব কড়াকড়ি। প্যারেড রুটকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়। রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দও এই উপলক্ষ্যে দেশের জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছেন তাঁদের প্রতি সম্মান জানান।
রাজপথে হাত জোড় করে রাষ্ট্রপতিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে পৌঁছে শহিদ হওয়া প্রায় ২৬000 সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারপর রাজপথে পৌঁছান প্রধানমন্ত্রী ।
রাষ্ট্রপতি রাজপথে পৌঁছানোর পরে, প্রধানমন্ত্রী তাঁকে হাতজোড় করে স্বাগত জানান। এর পরে জাতীয় সঙ্গীত এবং ২১ বার গান স্যালুট পরে কুচকাওয়াজ শুরু হয়। এ উপলক্ষে Mi-17v5 হেলিকপ্টারে রাজপথ জুড়ে ফুল ছড়িয়ে দেওয়া হয়।
দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জনগণকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা নয়াদিল্লিতে দলের সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। এবং দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
আর ও পড়ুন :Buxa Fort celebrates Republic Day ঐতিহাসিক বক্সা ফোর্টে ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন