ইন্ডিয়া নিউজ বাংলা
সিমলা : প্রবল শীত আর তুষারপাত চলছে সিমলা জুড়ে সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে চারদিক। বাড়ির ছাদ থেকে গাছের ডাল পর্যন্ত বরফে ঢাকা। এই পরিবেশের মধ্যেই সাত সকালে সিমলায় প্রজাতন্ত্র দিবস পালিত হল।খারাপ আবহাওয়ার কারণে রাজ্যপাল রিজ মাঠে তুষারপাতের মাঝখানে পতাকা উত্তোলন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।আর্মি পুলিশ আইটিবিপি প্যারা মিলিটারি ফোর্স এনসিসির প্যারেড তীব্র শীতের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল।প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য খারাপ আবহাওয়া সত্ত্বেও প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য রিজ ময়দানে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয় । মানা হয়নি করোনা রুখতে সামাজিক দুরত্ব বিধি।এই উপলক্ষে রিজ ময়দানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরও।