Thursday, November 21, 2024
HomeদেশRampurhat Violence : Suspended Two Police Officers কর্তব্যে গাফিলতির অভিযোগ! সাসপেন্ড এসডিপিও...

Rampurhat Violence : Suspended Two Police Officers কর্তব্যে গাফিলতির অভিযোগ! সাসপেন্ড এসডিপিও এবং আইসি

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Rampurhat Violence : Suspended Two Police Officers বগটুইয়ে নৃশংস হত্যার পর দুই পুলিশ আধিকারিক এসডিপিও সায়ন আহমেদ এবং রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে ‘ক্লোজড’ করা হয়েছিল। এবার কর্তব্যে গাফিলতির অভিযোগে দুইজনকেই সাসপেন্ড করল রাজ্য প্রশাসন।

আরও পড়ুন : CM Mamata Banerjee at Rampurhat ‘অপরাধীরা যেখানেই পালিয়ে যাক না কেন গ্রেফতার করতে হবে’, বগটুইয়ে পুলিশকে স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রীর

এদিন বগটুইয়ে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এসডিপিও যখন দেখলেন একজনের মৃত্যু হয়েছে তখন কেন তিনি উপযুক্ত পদক্ষেপ করলেন না যাতে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই গ্রামে আগেও অনেক খুন-খারাপি হয়েছে। এসডিপিও তাঁর দায়িত্ব পালন করেননি। পাশাপাশি রামপুরহাট থানার আইসি-ও তাঁর দায়িত্ব পালন করেনি। সুতরাং যাঁরা যাঁরা দায়িত্ব পালন করেনি এবং ঘটনার প্রেক্ষিতে যাঁরা পুলিশকে ঠিকমতো কাজে লাগাননি আমি তাঁদের কঠোর শাস্তি চাই।’ Rampurhat Violence : Suspended Two Police Officers

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই নড়েচড়ে বসে রাজ্য পুলিশ। ‘ক্লোজড’ হওয়া রামপুরহাটের আইসি ত্রিদীপ প্রামাণিক তড়িঘড়ি কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়। রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি (আইনশৃঙ্খলা) চিঠি দিয়ে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে ত্রিদীপকে বরখাস্ত করার নির্দেশ দ্রুত কার্যকর করতে বলেন। এর কয়েক ঘণ্টা বাদে এসডিপিও সায়ন আহমেদকেও একই অভিযোগে সাসপেন্ড করা হল। সায়ন আহমেদকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে।

Rampurhat Violence : Suspended Two Police Officers

আরও পড়ুন : Crackdown on illegal weapons across the WB বেআইনি অস্ত্র উদ্ধারে রাজ্যজুড়ে অভিযান, দাগি দুষ্কৃতীদের বিরুদ্ধে ১০৭, ১০৯, ১১০ ধারায় মামলা রুজুর নির্দেশ

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular