Saturday, November 9, 2024
Homeরাজ্যকলকাতাRampurhat Case in High Court হাইকোর্টে জমা পড়ল কেস ডায়েরি, স্বতঃপ্রণোদিত মামলা...

Rampurhat Case in High Court হাইকোর্টে জমা পড়ল কেস ডায়েরি, স্বতঃপ্রণোদিত মামলা দায়ের জাতীয় মানবাধিকার কমিশনের

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Rampurhat Case in High Court কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো রামপুরহাট হত্যাকাণ্ডের কেস ডায়রি ও রিপোর্ট পেশ করল রাজ্য সরকার। গতকালই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আজ দুপুর দুটোয় কেস ডায়রি ও রিপোর্ট পেশের নির্দেশ দেন। এদিন হাইকোর্ট রাজ্য সরকারের কাছে প্রশ্ন তোলেন জবানবন্দি ইংরেজিতে জমা দিয়েছেন কেন? উত্তরে রাজ্য জানায়, চিকিৎসক লিখেছেন। তাই ইংরেজিতে জবানবন্দি। এদিকে বগটুইয়ের নৃশংস ঘটনায় নড়েচড়ে বসল জাতীয় মানবাধিকার কমিশন। কলকাতা হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে এনএইচআরসি। জানা যাচ্ছে, শীঘ্রই বগটুইয়ে গিয়ে তদন্ত করবেন এনএইচআরসি-র সদস্যরা। এদিন রামপুরহাট গণহত্যা নিয়ে শুনানির পর আপাতত রায়দান স্থগিত রাখলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন : CM Mamata Banerjee at Rampurhat ‘অপরাধীরা যেখানেই পালিয়ে যাক না কেন গ্রেফতার করতে হবে’, বগটুইয়ে পুলিশকে স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রীর

গতকাল স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, বগটুইয়ের গোটা ঘটনাস্থল সিসিটিভি এবং ভিডিও ক্যামেরায় মুড়ে ফেলতে হবে। সাক্ষীর নাম লেখা যাবে না। পূর্ব বর্ধমান জেলা জজের নজরদারিতে ডিজি, আইজিপিকে গ্রামবাসী, প্রত্যক্ষদর্শী ও আত্মীয়দের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কোনওভাবেই যেন সাক্ষীদের ভয় বা হুমকি দেখানো না হয়। পাশাপাশি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির আধিকারিকরা নমুনা সংগ্রহ করবে। সেই নির্দেশের সম্বন্ধে রাজ্য সরকার আদালতকে জানায়, গোটা এলাকায় ৩১টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং সব সাক্ষীর যথাযথ সুরক্ষা দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্য সরকার আদালতকে জানায় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির আধিকারিকরা সিআরপিএফ চেয়েছেন। আজই তাঁদের আসার কথা ছিল। এছাড়াও একজন বাদে সব মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে বলে জানানো হয় আদালতকে। Rampurhat Case in High Court

Rampurhat Case in High Court

আরও পড়ুন : Anarul Hossain arrested in Rampurhat Violence মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তারাপীঠ থেকে গ্রেফতার তৃণমূল নেতা আনারুল হোসেন

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular