Tuesday, December 3, 2024
HomeNationalRakesh Tripathi On India News Manch আমরা ৪৫ লাখ বাড়ি তৈরির...

Rakesh Tripathi On India News Manch আমরা ৪৫ লাখ বাড়ি তৈরির কাজ করেছি: রাকেশ ত্রিপাঠী

ইন্ডিয়া নিউজ লখনউ

উত্তরপ্রদেশে ভোটের ঢাকে কাঠি পড়ে গেছে। এমনই আবহে উত্তরপ্রদেশের সব বড় রাজনৈতিক দলের নেতারা এবারের নির্বাচনের কঠিন লড়াই নিয়ে তাদের মতামত তুলে ধরছেন ইন্ডিয়া নিউজ মঞ্চতে। উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ নেতা রাকেশ ত্রিপাঠির আজ অখিলেশ যাদবকে চ্যালেঞ্জ ছুঁডে ধরেছেন। অখিলেশ যাদবের জমানার উন্নয়নের খতিয়ান আর যোগী আদিত্য়নাথের জমানার তুলনা করে বলেন যোগী জমানায় উত্তরপ্রদেশে ভোল বদলে গেছে। রাকেশ ত্রিপাঠি বলেন আমি আপনাদের সবাইকে একটি উদাহরণ হিসাবে বলতে চাই যে অখিলেশ যাদব তার জমানায় উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৭০ বাড়ির অনুমোদন করেছিলেন। কিন্তু  বাস্তবে কিছুই করা হয়নি। অন্যদিকে যোগী জমানায় গত পাঁচ বছরে রাজ্য সরকার ৪৫ লাখ প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির কাজ করেছে।

২৭ শতাংশ  সরকারি বাড়ির প্রকল্প  দেওয়া হয়েছে মুসলমানদের (Rakesh Tripathi On India News Manch)

উত্তরপ্রদেশের মুসলিমদের উদ্দেশ্য রাকেশ ত্রিপাঠি  বলেন এমন ভাবে আগে প্রচার করা হত যেন বিজেপি সরকার এলে তাদের কোন রকম উন্নতি করা হবে না। কিন্তু পরিসংখ্যান বলছে ইতিমধ্যে ২৭ শতাংশ  সরকারি বাড়ির প্রকল্প  দেওয়া হয়েছে মুসলমানদের। (ভারত সংবাদ মঞ্চ সর্বশেষ সংবাদ 2022) সংবাদ মাধ্যেমের রিপোর্ট তাই বলছে। আজম খানকে কটাক্ষ করে তিনি বলেন  মুসলমানদের নামে নেতা হবেন আজম খান। আজম খান দরিদ্র মুসলমানদের জমি দখল করেন। মুসলিম নেতার নামে যারা সন্ত্রাস সৃষ্টি করে, অপরাধ করে, নৈরাজ্য ছড়ায় এবং সাম্প্রদায়িক প্রকৃতি নষ্ট করে তাদের মুখোমুখি হয়ে আপনি ইউপিতে মুসলমানদের ভাবমূর্তি নষ্ট করে অপরাধ করেছেন। এই নির্বাচনে এই অপরাধের খেসারত আপনাকে ভোগ করতে হবে।

রাকেশ ত্রিপাঠি ইন্ডিয়া নিউজের মঞ্চে বলেন উত্তরপ্রদেশের সৌভাগ্য যে এটি ভগবান শ্রী রামের জন্মস্থান, এটি ভগবান শ্রী কৃষ্ণের জন্মস্থান। এটি গৌতম বুদ্ধের জন্মস্থান। এখানেই সঙ্গমস্থল প্রয়াগরাজ। কিন্তু তার আগে জাতপাতের ভিত্তিতে উত্তরপ্রদেশের কী পরিচয় ছিল, অপরাধের ভিত্তিতে মির্জাপুরের ছবি তৈরি হয়েছিল ইউপির ভিত্তিতে। (বিধানসভা নির্বাচন 2022)

কিন্তু আমরা উত্তরপ্রদেশের চরিত্র বদলে দিয়েছি। আজ উত্তরপ্রদেশে তিন লাখ কোটি টাকার বেশি বিনিয়োগ এসেছে। বিদ্যুৎ আসছে ২৪ ঘণ্টা। আমরা পাঁচটি এক্সপ্রেসওয়ে তৈরি করেছি। আর ৯টি বিমানবন্দর চালু হয়েছে। আজ, আমরা উত্তরপ্রদেশের প্রতিটি ঘরে সমৃদ্ধি নিয়ে এসেছি।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular