Thursday, November 21, 2024
HomeBreakingRajkot Gaming Zone : রাজকোট 'গেমিং জোন' ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য!

Rajkot Gaming Zone : রাজকোট ‘গেমিং জোন’ ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য!

গুজরাটের রাজকোটে গেমিং জোনে (Rajkot Gaming Zone) ভয়াবহ অগ্নিকাণ্ড প্রাণ কেড়ে নিয়েছে ৩২ জনের। এর মধ্যে রয়েছে ৯ শিশুও। এই দুর্ঘটনার পর থেকেই গেমিং জোনের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। ইতিমধ্যেই গুজরাট হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আদালত।

কী ঘটেছে?

শনিবার রাজকোটের টিআরপি মলের গেমিং জোনটিতে (Rajkot Gaming Zone) আগুন লাগে। জানা যায়, সপ্তাহান্তে সেখানে ডিসকাউন্ট চলছিল। ৯৯ টাকায় বিশেষ ছাড়ে টিকিট মেলায় অনেকেই পরিবারের ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে গেম খেলতে আসেন। কিন্তু হঠাৎই আগুন লেগে যায়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। তবে নিশ্চিতভাবে এখনও তা বলা যাচ্ছে না।

আরও পড়ুন : Spy Camera : স্নান সেরে পুজো দিতে গিয়ে এ কী কাণ্ড! মহিলাদের পোশাক বদলানোর ছবি হচ্ছিল রেকর্ড

জানা গিয়েছে, ওই গেমিং জোনে (Rajkot Gaming Zone) প্রায় ১০০০-১৫০০ লিটার পেট্রোল, ২০০০ লিটার ডিজেল, ফাইবার, ফাইবার গ্লাস শিটের মতো দাহ্য পদার্থ মজুত ছিল। যার ফলে আগুন ছড়াতে সময় লাগেনি। অন্যদিকে, তা নিয়ন্ত্রণে আনতে অনেকটাই সময় লেগে যায়।

এদিকে তদন্তে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, কোনও ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল গেমিং জোনটি। এছাড়া ওই জোনের এক্সিট গেটের সংখ্যা ছিল মাত্র একটি। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে এখন নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন সকলের মনেই উঁকি দিচ্ছে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular