Tuesday, September 17, 2024
HomeদেশRajasthan Doctor Suicide Case চিকিৎসকের আত্মহত্যার ঘটনা, প্ররোচণা ও হুমকির অভিযোগে রাজস্থানে...

Rajasthan Doctor Suicide Case চিকিৎসকের আত্মহত্যার ঘটনা, প্ররোচণা ও হুমকির অভিযোগে রাজস্থানে গ্রেফতার বিজেপি নেতা

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Rajasthan Doctor Suicide Case রাজস্থানের দৌসা জেলায় এক চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় গ্রেফতার এক বিজেপি নেতা-সহ দুই। এক প্রসূতির মৃত্যুর জেরে চিকিৎসক অর্চনা শর্মাকে দায়ী করে হেনস্থার অভিযোগ ওঠে রাজ্যের এক বিজেপি নেতার বিরুদ্ধে। মৃত চিকিৎসকের স্বামী তাঁর স্ত্রীর মৃত্যুর জন্য হুমকি, তোলাবাজি এবং প্ররোচণার অভিযোগ তোলেন বিজেপি নেতা জিতেন্দর কুমার গোথওয়াল এবং রাম মনোহরে নামে। উল্লেখ্য, চিকিৎসক অর্চনা শর্মা মঙ্গলবার লালসোট শহরে তাঁর বাড়িতে আত্মহত্যা করে মারা যান। এখানেই তিনি এবং তাঁর স্বামী মিলে একটি হাসপাতাল চালাতেন। এখানেই প্রসব করাতে এসে মৃত্যু হয় এক প্রসূতির। এরপরই প্রসূতি বিশেষজ্ঞ অর্চনার বিরুদ্ধে মামলা করে মৃতের পরিবার। তারপর থেকেই মৃতের পরিবারের সঙ্গে এক হয়ে মৃত্যুর জন্য চিকিৎসক অর্চনাকে দায়ী করে বিজেপি নেতা। এমনই অভিযোগ করেন মৃত চিকিৎসকের স্বামী।

মঙ্গলবার, গর্ভবতী মহিলার প্রসব-পরবর্তী রক্তক্ষরণ জটিলতার কারণে প্রাইভেট হাসপাতালে মৃত্যু হয়েছিল, যা জন্ম দেওয়ার পরে অতিরিক্ত রক্তপাত ঘটায় বলে জানায় ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ইন্ডিয়া। তারা উল্লেখ করেছে যে এই ধরনের জটিলতাটি একটি ‘পরিচিত এবং প্রতিষ্ঠিত সত্তা এবং এমনকী ডাক্তারদের দ্বারা সম্ভাব্য সর্বোত্তম প্রচেষ্টাও অনেক সময় ব্যর্থ হয়’। এদিকে পুলিশ চিকিৎসক অর্চনা শর্মার একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। যেখানে অর্চনা লিখেছেন, ‘সম্ভবত আমার মৃত্যু প্রমাণ করবে যে আমি দোষী নই’। Rajasthan Doctor Suicide Case

আরও পড়ুন : Commercial LPG Cylinder Price Hiked বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল ২৫০ টাকা, বিপাকে রেস্তোরাঁ থেকে ছোটখাট খাবার দোকানদারেরা

শর্মার মৃত্যুর পর দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। চিকিৎসকরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোমগুলিও দৌসা জেলায় তাদের পরিষেবা স্থগিত করে দেন। এরপর পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা), ৩৮৪ এবং ৩৮৮ (তোলাবাজি) ধারায় বিজেপি নেতা জিতেন্দর কুমার গোথওয়াল এবং রাম মনোহর নামে অপর একজনকে গ্রেফতার করেছে। Rajasthan Doctor Suicide Case

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট

এদিকে বিজেপি নেতা জিতেন্দর কুমার গোথওয়াল তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেছেন যে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নির্দেশে তাঁকে এই মামলায় মিথ্যাভাবে জড়ানো হয়েছে। পাশাপাশি চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পরেই নড়েচড়ে বসেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। ইতিমধ্যেই জেলা পুলিশ সুপার অনিল কুমারকে অপসারণ, লালসোট স্টেশন হাউস অফিসার অঙ্কেশ কুমারকে বরখাস্ত এবং শহরের উপ-পুলিশ সুপার শঙ্কর লালকে ওয়েটিংয়ে পাঠানো হয়েছে।

Rajasthan Doctor Suicide Case

আরও পড়ুন : Economic Crisis in Sri Lanka অর্থনৈতিক সঙ্কটে জনতার বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা, প্রেসিডেন্টের বাড়ির সামনে গ্রেফতার ৪৫

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular