ঘুষ-কাণ্ডে নাম শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani Row) নাম জড়ানোর পর থেকেই রাজনীতির আঙিনা সরগরম৷ এরপরেই আদানিকে গ্রেফতার করার দাবি তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুধু তাই নয়, এক্ষেত্রে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেন রাহুল৷ তিনি মোদীর বিরুদ্ধে অভিযোগ তুলে বললেন, “আদানিকে সুরক্ষা দিচ্ছেন প্রধানমন্ত্রী।”
আদানির বিরুদ্ধে অভিযোগ
প্রসঙ্গত, আমেরিকা থেকে আদানিদের (Gautam Adani Row) বিরুদ্ধে অভিযোগ সামনে আসার পরই রাহুল বলেন, “আদানির বিরুদ্ধে আমেরিকার সংস্থা প্রতারণা, ঘুষ, জালিয়াতির অভিযোগ তুলেছে, কিন্তু প্রধানমন্ত্রী কিছু করছেন না। আসলে তিনি কিছু করতে পারবেনও না, কারণ আদানিজি ওঁকে নিয়ন্ত্রণ করছেন।”
আরও পড়ুন: G-20-তে বিশ্বনেতাদের মাঝে বড় বার্তা PM Modi’র, ক্ষুধার বিরুদ্ধে দিলেন লড়াইয়ের ডাক
রাহুল আরও অভিযোগ করেন যে, “আদানি যে ২ হাজার কোটি টাকার কেলেঙ্কারি করেছেন, তাতে কোনও তদন্তও হবে না, গ্রেফতারিও হবে না, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং আদানির সঙ্গে জড়িত।”
আদানির শেয়ারে ধস
এদিকে,শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani Row) বিরুদ্ধে আমেরিকায় ঘুষ দেওয়ার অভিযোগ ওঠার পরেই আদানি গ্রুপের সব কোম্পানি মিলিয়ে প্রায় ২০ শতাংশ শেয়ার দর পড়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে শেয়ার বাজার খোলার আগেই অভিযোগ সামনে আসাতে হু-হু করে পড়তে থাকে আদানি গ্রুপের শেয়ারের দাম।