শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Pushkar Singh Dhami is again CM of Uttarakhand উত্তরাখণ্ডের দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে পুষ্কর সিং ধামিকেই নির্বাচিত করল ভারতীয় জনতা পার্টি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে হেরে গেলেও ধামিকেই আইনসভা দলের নেতা নির্বাচিত করলেন। দেরাদুনে বিধানসভা দলের বৈঠকের পরে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং বরিষ্ঠ নেতা মীনাক্ষী লেখি ধামির নাম ঘোষণা করেন। উত্তরাখণ্ডের ১২তম মুখ্যমন্ত্রী হয়ে পুষ্কর সিং ধামিকে ছয় মাসের মধ্যে বিধানসভার সদস্য হতে হবে। আগামীকাল ২৩ মার্চ দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। এর আগে গত বিধানসভার শেষ দিকে ধামি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন। তাঁর স্বল্প মেয়াদে তিনি দেবস্থানম বিল প্রত্যাহার-সহ বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন।
जनप्रिय नेता श्री @pushkardhami जी को भाजपा विधायक दल का नेता बनाए जाने पर समस्त भाजपा परिवार एवं देवतुल्य जनता की तरफ से हार्दिक बधाई एवं शुभकामनाएं। pic.twitter.com/cmMOMczZEq
— BJP Uttarakhand (@BJP4UK) March 21, 2022
সূত্রের খবর, দিদিহাট বিধানসভা আসন থেকে লড়তে পারেন ধামি। এই আসনে জয়ী হয়েছেন বিজেপির বিশান সিং চুফল। এছাড়াও ধামিকে আগামী নির্বাচনে লড়ার জন্য আরও পাঁচজন বিধায়ক তাঁদের আসন ছেড়ে দিতে প্রস্তুত। তাঁদের মধ্যে রয়েছেন চম্পাবতের বিধায়ক কৈলাশ গাহাতোদি, জাগেশ্বরের মোহন সিং মেহরা, লালকুয়ানের ডক্টর মোহন সিং বিষ্ট, রুরকির প্রদীপ বাত্রা এবং খানপুরের নির্দল বিধায়ক উমেশ কুমার।
Pushkar Singh Dhami is again CM of Uttarakhand
————
Published by Subhasish Mandal