রথযাত্রা উপলক্ষ্যে দেশজুড়ে সাজ সাজ রব৷ এই উসবে সামিল হতে ওড়িশা (Puri Rath Yatra) থেকে বাংলা, ত্রিপুরা সর্বত্র জনগণের ঢল৷ এবছরের পুরীর রথযাত্রা খুব বিশেষ হতে চলেছে, কারণ দু’দিন ধরে পালিত হবে রথযাত্রা উৎসব। ৫৩ বছর পর এমনটা ঘটতে চলেছে। এবার সকালের পরিবর্তে সন্ধ্যায় শুরু হবে রথযাত্রা উৎসব। রথযাত্রার পর রথ চালানো হবে না আর, সেক্ষেত্রে ৮ জুলাই ভোর থেকে আবার যাত্রা শুরু হবে। রবিবার এই পুরীর রথযাত্রায় সামিল হবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও৷
কী জানা গিয়েছে?
জগন্নাথ দেবকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয়৷ রথযাত্রার দিন, জগন্নাথ, বলভদ্র এবং শুভদ্রার পুজো হয়৷ বিশালাকার রথের দড়ি ধরে টান দিয়ে পুণ্যলাভের জন্য এদিন জনগণের উপচে পড়া ভিড় দেখা যায় পুরীতে (Puri Rath Yatra)৷ রথযাত্রার রীতিনীতি-আচারপর্বের অন্যতম হল নবযৌবন দর্শন এবং নেত্র উৎসব৷
আরও পড়ুন : Vat Savitri 2024: জেনে নিন বট সাবিত্রী পুজোর খুঁটিনাটি এবং মাহাত্ম্য়
পুরীর পুলিশ সুপারিন্টেন্ডেন্ট পিনাক মিশ্রা জানান, রাজ্য এবং কেন্দ্রের তরফ থেকে নিরাপত্তা কড়া করা হয়েছে, যাতে এই বিপুল জনসমাগমকে নিয়ন্ত্রণ করা যায়৷ বসানো হয়েছে সিসিটিভি৷ রাষ্ট্রপতির আগমনের কারণেও নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে৷
আশা করা হচ্ছে, চলতি বছরে প্রায় ১০-১৫ লাখ মানুষের ঢল নামবে পুরীতে৷ নিরাপত্তা আঁটোসাঁটো করার পাশাপাশি, প্রস্তুত রয়েছে দমকলবাহিনীও৷