ইন্ডিয়া নিউজ বাংলা, উত্তরপ্রদেশ : Punjab Election Result Update পঞ্জাবে আপ ঝড়ে ফিকে কংগ্রেস ও অকালি দল। ভগবন্ত মানের কেন্দ্রে উচ্ছ্বাসে মাতলেন আপ কর্মী-সমর্থকেরা। পঞ্জাবে চামকুর এবং ভাদৌর বিধানসভা কেন্দ্রে পিছিয়ে পড়লেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের চরণজিৎ সিং চান্নি। চামকুর বিধানসভা কেন্দ্রে আম আদমি পার্টির প্রার্থী চরণজিৎ সিংয়ের থেকে ৬ হাজার ৮৫২টি ভোটে পিছিয়ে চান্নি। এদিকে পাতিয়ালা আসনে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং আপের অজিত পাল সিং কোহলির থেকে পিছিয়ে রয়েছেন। কোহলি পেয়েছেন ১২ হাজার ৬৯৩ ভোট আর অমরিন্দর সিং পেয়েছেন ৪ হাজার ৯২৬ ভোট। পাশাপাশি অমৃতসর পূর্ব আসনে এগিয়ে আম আদমি পার্টির পার্থী জীবন জ্যোতি কৌর। পিছিয়ে রয়েছেন শিরোমণি অকালি দলের বিক্রম সিং মাজিথিয়া এবং কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধু। ১১৭ আসনের পঞ্জাব বিধানসভায় আম আদমি পার্টি এগিয়ে ৮০- এর বেশি আসনে। অর্থাৎ, ম্যাজিক সংখ্যা ৫৯ ছাড়িয়ে অনেক এগিয়ে গিয়েছে আপ।
#PunjabElections2022 | A child of an AAP supporter dressed as party's national convenor Arvind Kejriwal & to be CM Bhagwant Mann, celebrating the victory of party in Punjab assembly elections pic.twitter.com/g6Tw02Kcdm
— ANI (@ANI) March 10, 2022
Punjab Election Result Update
আরও পড়ুন : Assembly Elections 2022 Lucknow Update এখনও পর্যন্ত ভোটের ফলে এগিয়ে বিজেপির কেশব মৌর্য
———–
Published by Subhasish Mandal