Friday, September 20, 2024
HomeদেশPunjab Election Result 2022 পালাবদলের ইঙ্গিত পঞ্জাবে, কংগ্রেস-বিজেপি-অকালি দলকে পিছনে ফেলে এগিয়ে...

Punjab Election Result 2022 পালাবদলের ইঙ্গিত পঞ্জাবে, কংগ্রেস-বিজেপি-অকালি দলকে পিছনে ফেলে এগিয়ে আম আদমি পার্টি

ইন্ডিয়া নিউজ বাংলা, পঞ্জাব : Punjab Election Result 2022 পালাবদলের ইঙ্গিত পঞ্জাবে। ইন্ডিয়া নিউজের বুথ ফেরত সমীক্ষাই সত্যি প্রমাণিত হতে চলেছে। পঞ্জাবের ক্ষমতা দখল করতে চলেছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। কংগ্রেস, অকালি দলকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। পঞ্জাব বিধানসভার ১১৭টি আসনের মধ্যে প্রাথমিক ট্রেন্ডে এখনও পর্যন্ত ৯০টি আসনে এগিয়ে আপ। পাশাপাশি কংগ্রেস এগিয়ে ১৩টি আসনে, শিরোমণি অকালি দল এগিয়ে ৯টি আসনে এবং বিজেপি এগিয়ে ৪টি আসনে। ১১৭ বিধানসভা আসনের পঞ্জাবে ম্যাজিক সংখ্যা ৫৯।

এদিকে পঞ্জাবের ধুরি কেন্দ্রে এগিয়ে আপের ‘মুখ্যমন্ত্রী মুখ’ ভগবন্ত মান। বিদায়ী মুখ্যমন্ত্রী কংগ্রেস প্রার্থী চরণজিৎ সিং চান্নি এগিয়ে চমকৌর সাহেব কেন্দ্রে। পাটিয়ালা কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। সকালেই পঞ্জাবের চমকৌরে সাহিব গুরুদোয়ারায় সপরিবারে প্রার্থনা সারেন বিদায়ী মুখ্যমন্ত্রী চান্নি।

Punjab Election Result 2022

আরও পড়ুন : UP Election Result উত্তরপ্রদেশে অনেকটাই এগিয়ে বিজেপি, নিজের কেন্দ্রে এগিয়ে যোগী, অখিলেশ

———–
Published by Subhasish Mandal  

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular