Thursday, November 21, 2024
HomeBreakingPune Porsche Accident Case : পুনে পোর্শেকাণ্ডের তদন্তের জন্য ১২টির বেশ টিম...

Pune Porsche Accident Case : পুনে পোর্শেকাণ্ডের তদন্তের জন্য ১২টির বেশ টিম গঠন পুলিশের

গত ১৯ মে পুনের কল্যাণী নগরে পোর্শেকাণ্ডে দুই আইটি প্রফেশনালের মৃত্যুর তদন্তে তিনটি পৃথক মামলা করেছে পুলিশ৷ তদন্তের জন্য ১২টিরও বেশি টিম গঠন করেছে পুলিশ৷ এই টিমগুলিতে প্রায় ১০০ আধিকারিক রয়েছেন যাঁরা বিভিন্ন দিক খতিয়ে দেখবেন৷

ইতিমধ্যেই পুলিশ, অভিযুক্ত নাবালকের বাবাকে গ্রেফতার করেছে, কোনও বৈধ লাইসেন্স ছাড়া ছেলেকে গাড়ি চালানোর অনুমতি দেওয়ায়৷ এছাড়াও, অভিযুক্তের রক্তের নমুনা বদলের সঙ্গে জড়িত থাকার জন্য গ্রেফতার করা হয়েছে ওই নাবালকের মা এবং দাদুকে৷

আরও পড়ুন : Pune Car Crash: ৩ লক্ষ টাকার বিনিয়মে রক্তের নমুনা বদল করেছিলেন চিকিৎসক!

এছাড়া রক্তের এই নমুনা বদলের কাজে জড়িত থাকার অভিযোগে পুলিশের হেফাজতে রয়েছে Sassoon General Hospital-এর দুই চিকিৎসক এবং এক কর্মী৷ পুনের ঘটনায় অ্যাডিশনাল কমিশনার অব পুলিশ (ক্রাইম) শৈলেশ বালকাওয়াড়ে জানিয়েছেন, সঠিকভাবে তদন্তের কাজটি করার জন্য অনেকগুলি টিম গঠন করা হয়েছে৷ এতে প্রায় ১০০ আধিকারিক রয়েছেন যাঁরা এই ঘটনার বিভিন্ন দিকগুলি খতিয়ে দেখবেন৷

সিসিটিভি ফুটেজ দেখার জন্য একটি টিম, টেকনিক্যাল দিকগুলির পর্যবেক্ষণ এবং বিশ্লেষণের জন্য একটি টিম, ডকুমেন্টেশনের জন্য দুটি টিম, এমনই বিভিন্ন কাজে টিমগুলিকে ভাগ করা হয়েছে৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular