Tuesday, January 7, 2025
HomeBreakingPrashant Kishor: প্রশান্ত কিশোরের গ্রেফতারিতে উত্তাল পাটনা!

Prashant Kishor: প্রশান্ত কিশোরের গ্রেফতারিতে উত্তাল পাটনা!

জন সূরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর (Prashant Kishor), বিহার পাবলিক সার্ভিস কমিশনের (BPSC)-এর ৭০তম প্রাথমিক পরীক্ষা বাতিলের দাবিতে অনশনে বসেছিলেন। কিন্তু ভোররাতে অনশনস্থল থেকে তাঁকে পাটনা পুলিশ জোর করে তুলে নিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানা গিয়েছে।

কী জানা গিয়েছে?

সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী, সোমবার ভোররাতে জন সুরজ পার্টির প্রধানকে (Prashant Kishor) গ্রেফতার করে পুলিশ। পিকে ছাড়াও আরও বেশ কয়েকজন আন্দোলনকারীকেও আটক করা হয়। অনশনস্থল থেকেই অ্যাম্বুল্যান্সে করে এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রশান্ত কিশোরকে।

আরও পড়ুন: Kashmir: এই ঋষির নামে বদলে যেতে পারে কাশ্মীরের নাম? কী ইঙ্গিত দিলেন অমিত শাহ?

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বিহার পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। ক্রমশই জলঘোলা হতে শুরু করে এই ইস্যুকে কেন্দ্র করে। পরীক্ষার্থীরা পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানাতে থাকেন, যদিও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পড়ুয়াদের সেই দাবিকে গুরুত্ব দেননি বলে অভিযোগ। এমতাবস্থায় চাকরিপ্রার্থীদের দাবিকে সমর্থন করে আন্দোলনে সামিল হন প্রশান্ত কিশোর (Prashant Kishor)।

পরীক্ষা বাতিলের দাবিতে আমরণ অনশনে বসেন পিকে (Prashant Kishor)। পটনার গান্ধী ময়দানে চলছিল তাঁর অনশন কর্মসূচি। সেখান থেকেই সোমবার ভোররাতে পুলিশ তাঁকে জোর করে তুলে নিয়ে যায়। সোজা তাঁকে এইমসে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে গ্রেফতারও করা হয়। অনশনরত অবস্থায় এই গ্রেফতারির ঘটনায় পাটনা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular