চলছে লোকসভা নির্বাচন। চারটি দপা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি আরও তিনটি দফা। আর এর মাঝেই ভাটপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর ভূয়সী প্রশংসা করে তাঁকে একটি চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই চিঠিই সোশ্যাল মিডিয়ায় তুলে ধন্যবাদ জানিয়েছেন অর্জুন সিং।
কী রয়েছে সেই চিঠিতে?
জানা গিয়েছে, চিঠিতে বাংলায় অর্জুন সিংকে সহকর্মী কার্যকর্তা বলে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী। অর্জুনের সমর্থনে সেখান থেকে ব্যারাকপুরের অগ্রগতির স্বপ্ন দেখিয়েছেন। ব্যারাকপুর শিল্পাঞ্চলের উন্নয়ন বিশেষত পাটকল শ্রমিকদের জন্য অর্জুনের সরব হওয়াকে কুর্নিশ জানিয়েছেন মোদী। এর পাশাপাশি, মোদী এই লোকসবা নির্বাচনে অর্জুন সিংকে জয়ের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন।
আগামী ২০মে ব্যারাকপুরের ভোটাররা যাতে নির্বিঘ্নে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেদিকে নজর রাখার দায়িত্বও অর্জুন সিংয়ের হাতেই দিয়েছেন প্রধানমন্ত্রী। ধন্যবাদ জানিয়ে অর্জুন লেখেন, ‘ধন্যবাদ মোদিজী, আমার প্রতি বিশ্বাস ও আস্থা রাখার জন্য। আমি নিশ্চিত, ব্যারাকপুরের সকল মানুষ ভারতীয় জনতা পার্টির এই উন্নয়ন যজ্ঞে সামিল হবেন। ব্যারাকপুরবাসী আমার পরিবার, আর আমরা মোদীর পরিবার।’