Thursday, November 21, 2024
HomeদেশPM Modi visit Jammu and Kashmir আজ জম্মু-কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাতীয়...

PM Modi visit Jammu and Kashmir আজ জম্মু-কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসে ভাষণ দেবেন উপত্যকা থেকে

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: PM Modi visit Jammu and Kashmir আজ জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সফরের আগে কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।পুলিশের ডিজি দিলবাগ সিং বলেছেন, “সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাউন্টার ড্রোন মোতায়েন করা হয়েছে।”

জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে সারা দেশে গ্রামসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মুর সাম্বা জেলার পল্লি পঞ্চায়েত থেকে গ্রামসভাগুলিতে তাঁর বার্তা পৌঁছে দেবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই পল্লি পঞ্চায়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। PM Modi visit Jammu and Kashmir

প্রধানমন্ত্রী মোদি তাঁর জম্মু ও কাশ্মীর সফরে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন৷ ২০ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের ঘোষণা করবেন তিনি। এর মধ্যে রয়েছে বানিহাল-কাজিগুন্ড রোড টানেল, দিল্লি-অমৃতসর-কাটরা এক্সপ্রেসওয়ে এবং রাতলে এবং কোয়ার জলবিদ্যুৎ প্রকল্প।

PM Modi visit Jammu and Kashmir

আরও পড়ুন: Barred from entering the Russia জুকারবার্গ, কমলা হ্যারিস-সহ অনেককেই রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা পুতিন প্রশাসনের

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular