Thursday, September 12, 2024
HomeদেশPM Modi: সিঙ্গাপুর-ব্রুনেইয়ে ঐতিহাসিক সফর প্রধানমন্ত্রী মোদীর

PM Modi: সিঙ্গাপুর-ব্রুনেইয়ে ঐতিহাসিক সফর প্রধানমন্ত্রী মোদীর

সেই লক্ষ্যেই মৈত্রীর হাত বাড়িয়ে ব্রুনেই চললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রুনেইয়ের পাশাপাশি সিঙ্গাপুরেও একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এই সফরে একাধিক চুক্তি সাক্ষর হওয়ার কথা রয়েছে।

তেল সমৃদ্ধ দেশ ব্রুনেইয়ের উদ্দেশে মঙ্গলবার সকালেই রওনা দিয়েছেন মোদী। ব্রুনেইয়ের সুলতান Sultan Haji Hassanal Bolkiah-এর আমন্ত্রণে এই প্রথম দেশটিতে সফর করছেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। রাজধানী দারুসেলামে সুলতানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী।

আরও পড়ুন : Ladakh : মোদী সরকারের বড় ঘোষণা, ৫ নতুন জেলা পেল লাদাখ

কী জানা গিয়েছে?

জানা গিয়েছে, ভারত এবং ব্রুনেই-এর মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি, মহাকাশ প্রযুক্তি, সংস্কৃতি প্রভৃতি বিষয়ে আলোচনা হতে পারে। অন্যদিকে, খাদ্য নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য, উৎপাদন এবং সংযোগ ক্ষেত্রে একাধিক সমঝোতাপত্র সই হওয়ার কথা ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে।

সিঙ্গাপুর-ব্রুনেই সফর শুরুর আগে মোদী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আগামী ২ দিন Brunei Darussalam and Singapore-এ সফর করব। এই সফরে ব্রুনেই এবং সিঙ্গাপুরের সঙ্গে ভারতের সম্পর্ক আরও পোক্ত করার ওপর জোর দেওয়া হবে।’

 

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular