Wednesday, November 20, 2024
HomeBreakingG-20-তে বিশ্বনেতাদের মাঝে বড় বার্তা PM Modi'র, ক্ষুধার বিরুদ্ধে দিলেন লড়াইয়ের ডাক

G-20-তে বিশ্বনেতাদের মাঝে বড় বার্তা PM Modi’র, ক্ষুধার বিরুদ্ধে দিলেন লড়াইয়ের ডাক

G20 শীর্ষ সম্মেলনে অংশ নিতে ব্রাজিল সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ফ্রান্স, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, এবং সিঙ্গাপুর সহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেন তিনি। জানা গিয়েছে, এই বৈঠকে ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার উপায় নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জি-২০-এর খুঁটিনাটি

উল্লেখ্য, গত বছর ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত হয়েছিল এই জি-২০ সম্মেলন। চলতি বছরে তা আয়োজিত হয়েছে রিও ডি জেনেরিওতে।

এই জি-২০ সম্মেলনে উপস্থিত রয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এছাড়া রয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্রমুখদের সঙ্গে সাক্ষাৎ হয় মোদীর।

জি-২০-এর মঞ্চ থেকেই ভারতের দারিদ্র মোচন নিয়ে বক্তব্য পেশ করেন মোদী। বিনামূল্যে রেশন-সহ দেশের বিভিন্ন সরকারি প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।

আরও পড়ুন: PM Modi: Dominica’র সর্বোচ্চ সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী

এদিকে, ব্রাজিলে জি-২০ সম্মেলনের ফাঁকেই দ্বিপাক্ষিক বৈঠকে দেখা হয় মোদী এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির। মোদী তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘রিও ডি জেনেইরোর জি-২০ সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পেরে আনন্দিত।’

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular