G20 শীর্ষ সম্মেলনে অংশ নিতে ব্রাজিল সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ফ্রান্স, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, এবং সিঙ্গাপুর সহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেন তিনি। জানা গিয়েছে, এই বৈঠকে ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার উপায় নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জি-২০-এর খুঁটিনাটি
উল্লেখ্য, গত বছর ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত হয়েছিল এই জি-২০ সম্মেলন। চলতি বছরে তা আয়োজিত হয়েছে রিও ডি জেনেরিওতে।
এই জি-২০ সম্মেলনে উপস্থিত রয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এছাড়া রয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্রমুখদের সঙ্গে সাক্ষাৎ হয় মোদীর।
At the G20 Summit in Rio de Janeiro, spoke at the Session on the ‘Fight Against Hunger and Poverty.’ This is an important subject and success in this sector will contribute greatly towards sustainable progress. During my remarks, I talked about India’s efforts, notably how we… pic.twitter.com/tHXzLIJkM2
— Narendra Modi (@narendramodi) November 18, 2024
জি-২০-এর মঞ্চ থেকেই ভারতের দারিদ্র মোচন নিয়ে বক্তব্য পেশ করেন মোদী। বিনামূল্যে রেশন-সহ দেশের বিভিন্ন সরকারি প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।
আরও পড়ুন: PM Modi: Dominica’র সর্বোচ্চ সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী
এদিকে, ব্রাজিলে জি-২০ সম্মেলনের ফাঁকেই দ্বিপাক্ষিক বৈঠকে দেখা হয় মোদী এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির। মোদী তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘রিও ডি জেনেইরোর জি-২০ সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পেরে আনন্দিত।’
Felice di aver incontrato il Primo Ministro Giorgia Meloni a margine del Summit G20 di Rio de Janeiro. I nostri colloqui si sono incentrati sull'intensificazione dei rapporti in ambiti come difesa, sicurezza, commercio e tecnologia. Abbiamo anche parlato di come incrementare la… pic.twitter.com/jdPoq6hI53
— Narendra Modi (@narendramodi) November 18, 2024