সুরজিৎ দাস, ইন্ডিয়া নিউজ বাংলা, নদিয়া: PM Modi inspires students; কেন্দ্রীয় বিদ্যালয়গুলির ছাত্র-ছাত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী আজ “পরীক্ষা পে চর্চা” এ মিলিত হন। দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে সকাল ১১ টায় এই অনুষ্ঠান শুরু হয়।
নবম শ্রেণী থেকে উচ্চতর শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী মত বিনিময় করেন। ছেলেমেয়েদের পরীক্ষা সংক্রান্ত ভীতি কাটিয়ে উঠতেই প্রধানমন্ত্রীর এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান। প্রধানমন্ত্রী ছাত্রদের পরামর্শ দিয়ে ইতিবাচক চিন্তাভাবনার দিকেই জোর দেন। একইসঙ্গে অভিভাবকদেরও পরামর্শ দেন অতিরিক্ত চাপ না নিতে সন্তানদের। দেশের প্রতিটি কোনা থেকে বিভিন্ন স্কুল এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি কথা বলে।
নদীয়ার কল্যাণীর জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বেশ উৎসাহ সহকারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সামিল হন। এই অনুষ্ঠান তারা বেশ উপভোগ করেন।
বিদ্যালয়ের অধ্যক্ষা মৌসুমী নাগ জানান, ৪৭৯ জন ছাত্র-ছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীরা প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
প্রধানমন্ত্রীর এই পরীক্ষা পে চর্চায় অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি ছাত্রছাত্রীরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
Published by Samyajit Ghosh