Friday, November 22, 2024
HomeদেশPM Modi inaugurates Pradhanmantri Sangrahalaya ‘প্রধানমন্ত্রী সংগ্রহালয়’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

PM Modi inaugurates Pradhanmantri Sangrahalaya ‘প্রধানমন্ত্রী সংগ্রহালয়’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: PM Modi inaugurates Pradhanmantri Sangrahalaya বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তীতে ‘প্রধানমন্ত্রী সংগ্রহালয়’ (Pradhanmantri Sangrahalaya)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ‘প্রধানমন্ত্রী সংগ্রহালয়’-এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম টিকিটটি কিনেছেন।

এই সংগ্রহালয়ে স্বাধীনতার পর থেকে দেশের ১৪ জন প্রধানমন্ত্রীর দেশের প্রতি অবদান, তাঁদের সম্পর্কে তথ্য, নথিপত্র, ছবি প্রদর্শিত হবে। তবে পূর্বতন নেহরু মিউজিয়ামের নাম পরিবর্তন করে ‘প্রধানমন্ত্রী সংগ্রহালয়’-এর রূপ দিয়েছে বর্তমান মোদি সরকার। এমনকী এই সংগ্রহালয়ে ভার্চুয়াল রিয়ালিটি, আগমেন্টেড রিয়ালিটি, কম্পিউটারাইজড কাইনেটিক স্কাল্পচার, হলোগ্রাম, মাল্টি টাচ, মাল্টিমিডিয়া, স্মার্টফোন অ্যাপ্লিকেশন, ইন্টারেক্টিভ স্ক্রিনের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সংগ্রহালয়ের এসব তথ্য সংগ্রহ করা হয়েছে প্রসারভারতী, দূরদর্শন, ফিল্ম ডিভিশন, সংসদ টিভি, প্রতিরক্ষামন্ত্রক, দেশ ও বিদেশের বিভিন্ন আর্কাইভ, সংবাদপত্র সংস্থা থেকে। PM Modi inaugurates Pradhanmantri Sangrahalaya

বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানায়, “আগামিকাল, ১৪ এপ্রিল বেলা ১১টায় প্রধানমন্ত্রী সংগ্রহালয় উদ্বোধন করা হবে। সেখানে আমাদের প্রত্যেক প্রধানমন্ত্রীর অবদান প্রদর্শিত হবে। ভারতের ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদ্‌যাপন উপলক্ষ্যেই এই কর্মসূচি। আমি সকলকে জাদুঘরটি দেখার অনুরোধ জানাচ্ছি।”

PM Modi inaugurates Pradhanmantri Sangrahalaya

আরও পড়ুন : Lata Dinanath Mangeshkar Award to PM Modi  লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular