শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: PM Modi inaugurates Pradhanmantri Sangrahalaya বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তীতে ‘প্রধানমন্ত্রী সংগ্রহালয়’ (Pradhanmantri Sangrahalaya)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ‘প্রধানমন্ত্রী সংগ্রহালয়’-এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম টিকিটটি কিনেছেন।
प्रधानमंत्री संग्रहालय का लोकार्पण: माननीय प्रधानमंत्री @narendramodi जी ने लोकार्पण प्लाक का अनावरण किया। #PradhanmantriSangrahalaya pic.twitter.com/prMqf5m3yV
— Pradhanmantri Sangrahalaya (@PMSangrahalaya) April 14, 2022
এই সংগ্রহালয়ে স্বাধীনতার পর থেকে দেশের ১৪ জন প্রধানমন্ত্রীর দেশের প্রতি অবদান, তাঁদের সম্পর্কে তথ্য, নথিপত্র, ছবি প্রদর্শিত হবে। তবে পূর্বতন নেহরু মিউজিয়ামের নাম পরিবর্তন করে ‘প্রধানমন্ত্রী সংগ্রহালয়’-এর রূপ দিয়েছে বর্তমান মোদি সরকার। এমনকী এই সংগ্রহালয়ে ভার্চুয়াল রিয়ালিটি, আগমেন্টেড রিয়ালিটি, কম্পিউটারাইজড কাইনেটিক স্কাল্পচার, হলোগ্রাম, মাল্টি টাচ, মাল্টিমিডিয়া, স্মার্টফোন অ্যাপ্লিকেশন, ইন্টারেক্টিভ স্ক্রিনের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সংগ্রহালয়ের এসব তথ্য সংগ্রহ করা হয়েছে প্রসারভারতী, দূরদর্শন, ফিল্ম ডিভিশন, সংসদ টিভি, প্রতিরক্ষামন্ত্রক, দেশ ও বিদেশের বিভিন্ন আর্কাইভ, সংবাদপত্র সংস্থা থেকে। PM Modi inaugurates Pradhanmantri Sangrahalaya
PM Shri @narendramodi at PradhanMantri Sangrahalaya Block 1 after purchasing the first ticket (Digitally).#PMSangrahalaya#AmritMahotsav @PMOIndia @MinOfCultureGoI pic.twitter.com/rTwQYD7juP
— G Kishan Reddy (@kishanreddybjp) April 14, 2022
বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানায়, “আগামিকাল, ১৪ এপ্রিল বেলা ১১টায় প্রধানমন্ত্রী সংগ্রহালয় উদ্বোধন করা হবে। সেখানে আমাদের প্রত্যেক প্রধানমন্ত্রীর অবদান প্রদর্শিত হবে। ভারতের ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদ্যাপন উপলক্ষ্যেই এই কর্মসূচি। আমি সকলকে জাদুঘরটি দেখার অনুরোধ জানাচ্ছি।”
PM Modi inaugurates Pradhanmantri Sangrahalaya
————
Published by Subhasish Mandal