Thursday, January 9, 2025
HomeBreakingTirupati Stampede: তিরুপতির ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, দুঃখপ্রকাশ মোদীর

Tirupati Stampede: তিরুপতির ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, দুঃখপ্রকাশ মোদীর

তিরুপতি মন্দিরে পদপিষ্ট (Tirupati Stampede) হয়ে ৬ জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে রাহুল গান্ধীও। কিন্তু এমন ঘটনা কীভাবে ঘটল?

কী জানা গিয়েছে?

সূত্রের খবর, পুজো দেওয়ার টোকেন নিতে গিয়ে তিরুপতিতে অনেক ভিড় হয়ে যায়। এই টোকেন দেওয়া শুরু হলে শুরু হয় হুড়োহুড়ি। আর তাতেই পদপিষ্ট হন কিছু মানুষ। প্রাণ হারান কমপক্ষে ৬ জন, আহতের সংখ্যা প্রায় ১৫। মৃতদের মধ্যে একজনের নাম মল্লিকা। কারও কারও মতে, মল্লিকা নামের ওই মহিলা অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে জটলা থেকে বের করে আনার সময়ই ভিড়ের নিয়ন্ত্রণ হারিয়ে যায়, আর তার ফলে হুড়োহুড়ি (Tirupati Stampede) শুরু হয়।

আরও পড়ুন: Kashmir: এই ঋষির নামে বদলে যেতে পারে কাশ্মীরের নাম? কী ইঙ্গিত দিলেন অমিত শাহ?

এই ঘটনায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে একটি বিবৃতি পেশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, তিরুপতি ঘটনায় মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু গভীরভাবে শোকপ্রকাশ করেছেন। আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা দেখার জন্য সেখানে উপস্থিত কর্মকর্তাদের নির্দেশও দেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকার্য (Tirupati Stampede) শুরু হয়েছে।

তবে তিরুপতিতে (Tirupati Stampede) এমন ঘটনা ঘটায় একাধিক প্রশ্ন উঠছে। ভিড় নিয়ন্ত্রণের উপযুক্ত ব্যবস্থাতে তাহলে কি ত্রুটি ছিল? কেন বেশি সংখ্যক নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হল না ভিড় নিয়ন্ত্রণের জন্য? চিকিৎসা ব্যবস্থাই বা কেমন ছিল? ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে তার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে? উঠছে প্রশ্ন।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular