Thursday, November 21, 2024
HomeBreakingPM Modi : "রাজ্যের মানুষের সঙ্গে অন্যায় হচ্ছে", পেট্রোল ডিজেলের দাম...

PM Modi : “রাজ্যের মানুষের সঙ্গে অন্যায় হচ্ছে”, পেট্রোল ডিজেলের দাম নিয়ে অবিজেপি শাসিত রাজ্যকে নিশানা প্রধানমন্ত্রীর

ইন্ডিয়া নিউজ বাংলা,

Pm Holds Corona Review Meeting With Chief Ministers

কলকাতা : আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছিলেন। বৈঠকের মুখ্য বিষয় ছিল করোনা পরিস্থিতির মোকাবিলা। কিন্তু তার মধ্যেই আলোচনার ভিত্তিতে উঠে এল পেট্রোপণ্যের দাম বৃদ্ধির বিষয়টি। কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকে বাংলাসহ বিরোধী শাসিত রাজ্যগুলিকে পেট্রোল-ডিজেলের ওপর ভ্যাট না কমানোর জন্য কার্যত নাম না করে কাঠগড়ায় তুললেন। এদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী জানান, বর্তমান পরিস্থিতিতে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কো-অপারেটিভ ফেডারেলিজমের ভাবনা বজায় রাখতে হবে।

উত্তরপ্রদেশে পেট্টোলের দাম লিটার প্রতি ১০৫ টাকা আর পশ্চিমবঙ্গে সেই দাম ১১৫ টাকা

এ প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র যখন পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণ করতে এক্সাইজ ডিউটি কমিয়ে ছিল, তখন রাজ্যগুলিকে অনুরোধ করা হয়েছিল ভ্যাট কমাতে। কিন্তু কিছু কিছু রাজ্য সেই নির্দেশ মানেনি। প্রধানমন্ত্রী সরাসরি যেসব রাজ্য পেট্টোল ডিজেলের ওপর থেকে ভ্যাট এখনো কমানো হয়নি সেই রাজ্যের নাম উল্লেখ করে বলেন এই সব রাজ্যের মানুষের সঙ্গে অন্যায় করা হচ্ছে। তিনি বলেন উত্তরপ্রদেশে পেট্টোলের দাম লিটার প্রতি ১০৫ টাকা আর পশ্চিমবঙ্গে সেই দাম ১১৫ টাকা। প্রধানমন্ত্রী তুলনা টানতে গিয়ে দেখান বিজেপি শাসিত রাজ্যে পেট্রোল ডিজেলের দাম কম অন্য পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, ঝাড়খন্ড, মহারাষ্ট্রের নাম উল্লেখ করেন ।  তিনি বলেন, ‘‘দেশবাসীকে সুবিধা দিতে গত নভেম্বর মাসে আন্তঃশুল্ক কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। তখনই রাজ্যগুলিকে অনুরোধ করা হয়েছিল, তারাও যেন কর কমায়। কিন্তু কিছু রাজ্য কেন্দ্রের সেই কথা শুনে ভ্যাট কমালেও অনেক রাজ্যই তা করেনি। কোনও না কোনও কারণ দেখানো হয়েছে। এখন সেই সব রাজ্যকে অনুরোধ করছি গত ছ’মাস আগেই যেটা করার ছিল সেটা এখন করে মানুষের সুবিধা করে দেওয়া হোক।’’

তাই এবার প্রধানমন্ত্রী মোদী অনুরোধ করেছেন, ছ মাস আগে যেটা করা হয়নি, সেটা রাজ্যবাসীর স্বার্থে করার জন্য। প্রধানমন্ত্রীর এই মতামতের পরিপ্রেক্ষিতে বাংলা সহ অন্যান্য বিরোধী রাজ্যগুলি পালটা কি মতামত রাখছে, তা অবশ্য জানা যায়নি।

Pm Holds Corona Review Meeting With Chief Ministers

আর ও পড়ুন Coronavirus Outbreak India Cases Updates: বিভিন্ন রাজ্যে আবার বাড়ছে করোনা সংক্রমণ, টানা ৬ দিনে ২০০০ টিরও বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে

Publish by Monirul Hossain

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular