Petrol Pump owners serve petrol করোনা থাবা পেট্রোল পাম্পে, বাধ্য হয়ে পেট্রোল দিচ্ছেন মালিক
রনিক দত্ত, ইন্ডিয়া নিউজ বাংলা: পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল পাম্পের কর্মীদের অনেক ক্ষেত্রেই দেখা পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকদিন ধরেই এই চিত্র দেখা যাচ্ছে শহরের বেশ কিছু পেট্রলপাম্পে। প্রথমে কেউ কিছু বুঝতে পারেননি। কিন্তু তারপর বেশ কয়েকদিন হয়ে যাওয়ার পর এই ঘটনা নজর এড়ায়নি। দেখা যাচ্ছে বেশ কিছু পেট্রোল পাম্পে কম কর্মী নিয়ে কাজ হচ্ছে । এবার দেখা গেল অনেক পেট্রোল পাম্পের মালিক পেট্রোল দিচ্ছেন। মালিকই পেট্রোল দিতে বেরিয়ে এসেছেন।
উত্তর কলকাতার ডানলপের কাছে একটি পেট্রোল পাম্পে এমন চিত্র দেখা গেল ইন্ডিয়া নিউজ বাংলার ক্যামেরায়। কিন্তু কেন মালিকরাই বেরিয়ে এসে পেট্রোল দিচ্ছেন? কারণ করোনার থাবা গ্রাস করেছে এখানেও।
অনেক পেট্রোল পাম্পে অনেক কর্মী আক্রান্ত করোনায়, ফলে কম কর্মী হওয়ায় বাধ্য হচ্ছেন মালিকরা পেট্রোল কর্মীদের কাজ করতে। করোনার এই বাড়বাড়ন্তে পেট্রোল পাম্পের মতো জরুরী পরিষেবা ধাক্কা খেয়েছে বলা যেতেই পারে।
Published by Samyajit Ghosh