Tuesday, December 3, 2024
HomeদেশDelhi Airport-এ টার্মিনাল-১-এর ছাদ ধসের ঘটনায় মোদীকে 'নিশানা' বিরোধীদের

Delhi Airport-এ টার্মিনাল-১-এর ছাদ ধসের ঘটনায় মোদীকে ‘নিশানা’ বিরোধীদের

শুক্রের সকালে এমন বিপত্তি ঘটবে তা বোধ হয় কেউই কল্পনা করতে পারেননি। এদিন টানা বৃষ্টির মধ্যে সকালে ধসে পড়ল দিল্লি বিমানবন্দরের (Delhi Airport) টার্মিনাল-১-এর ছাদ। ঘটনায় প্রাণ হারিয়েছেন ১ জন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। আর এই ঘটনায় প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেছে বিরোধীদলের অনেকেই।

বিরোধীদলের অভিযোগ

গত ১০ মার্চ প্রধানমন্ত্রী মোদী দেশজুড়ে বেশ কিছু বিমানবন্দর সংক্রান্ত প্রোজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যার মধ্যে দিল্লির Indira Gandhi International Airport-এর টার্মিনাল ১-কে প্রশস্ত করার প্রজেক্টিও অন্তর্ভুক্ত ছিল। শুক্রবার এই টার্মিনালে ১-এর (Delhi Airport) ছাদ ধসে পড়ে যাওয়ার ঘটনার পর থেকেই বিরোধীদলের নিশানায় রয়েছেন মোদী। বিরোধী দলের নেতাদের অভিযোগ, ‘লোকসভা নির্বাচনের প্রচারের স্বার্থে তাড়াহুড়ো করে অসম্পূর্ণ টার্মিনালের উদ্বোধনের ফলেই এমন ঘটনা ঘটল!’

আরও পড়ুন : Hoax Bomb Threat : ফের বিমানে বোমাতঙ্ক, ই-মেইলকে কেন্দ্র করে উত্তেজনা!

কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এই প্রজেক্টে মোদী সরকারের দুর্নীতিকেই দায়ী করেছেন। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা মোদীকে নিশানা করে বলেছেন, দিল্লি বিমানবন্দরের এই টার্মিনালটি ‘অসম্পূর্ণ’ ছিল।

বিরোধীদের অভিযোগের পাল্টা দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু বলেছেন, ‘এই ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যে অংশটি প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করেছিলেন সেটি অন্যদিকে রয়েছে, আর যেদিকটি ধসে পড়েছে সেটি পুরোনো এবং সেটি ২০০৯ সালে খোলা হয়েছিল।’

জানা গিয়েছে, টার্মিনাল ১ থেকে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বাকি দু’টি টার্মিনালে (Delhi Airport) বিমান পরিষেবা স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার ভোর ৫.৩০টা নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১-এর ছাদ ধসে পড়ার ঘটনা ঘটে বলে জানা যায়। গুরুতর আহত হন কয়েকজন, প্রাণ হারান ১ জন। আহতদের সকলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular