Netaji Birthplace in pictures নেতাজি জন্মস্থান যাদুঘর, কটক, ওড়িশা ??
ইন্ডিয়া নিউজ বাংলা: ভারতের শ্রেষ্ঠতম বিপ্লবী নেতা-নেতাজি সুভাষচন্দ্র বসু কটকে ২৩শে জানুয়ারী, ১৮৯৭ সালে জানকীনাথ ভবনে জন্মগ্রহণ করেন, যার নামকরণ করা হয় তাঁর পিতা জানকীনাথ বসুর নামে।
তাঁর শৈশব কাটে কটকে।
আট ভাই ও ছয় বোনের বিশাল পরিবার নিয়ে তিনি এই বাড়িতে থাকতেন।
তাঁর পিতা জানকীনাথ বসু পেশায় একজন আইনজীবী এবং তাঁর সময়ে একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন।
সুভাষচন্দ্র বোস ১৯১৩ সালে ওড়িশা রেভেনশ কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তারপরে উচ্চ শিক্ষার জন্য কলকাতায় যান।
নেতাজিই দেশবাসীকে শিখিয়ে গেছিলেন ত্যাগ দিয়ে স্বাধীনতার লড়াই করা যায়। ত্যাগের সঙ্গে শৌর্যের মিশ্রণ ছিলেন নেতাজি। কখনো ব্রিটিশদের সামনে মাথা নত করতে চাননি, সারা জীবন ধরে দেখিয়ে গিয়েছিলেন।
দেশ স্বাধীন করার লক্ষ্যে বিদেশে পাড়ি দেন এবং ফিরে এসে আজাদ হিন্দ বাহিনী গঠন করেন ব্রিটিশদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের লক্ষ্যে। ভারতের স্বাধীনতার কান্ডারী নেতাজি সুভাষচন্দ্র বসু।
Published by Samyajit Ghosh