মঙ্গলবার সকালে থেকেই জাতীয় রাজনীতির আঙিনা উত্তপ্ত হরিয়ানা এবং জম্মু- কাশ্মীর বিধানসভা নির্বাচনের গণনাকে কেন্দ্র করে। কে হাসবে শেষ হাসি, সেই উত্তরের দিকেই তাকিয়ে বিভিন্ন রাজনৈতিক শিবির। হরিয়ানার ৯০টি আসনে এক দফায় নির্বাচন হয় গত ৫ অক্টোবর। ৮ অক্টোবরই তারই গণনা। একদিকে যেখানে বিজেপি তৃতীয়বারের মতো হরিয়ানায় ক্ষমতায় ফেরার আশা করছে, সেখানে ক্ষমতা দখলের চেষ্টায় রয়েছে কংগ্রেসও।
কী জানা যাচ্ছে?
এদিকে ট্রেন্ড যা চলছে তাতে ধীরে ধীরে এটা স্পষ্ট হচ্ছে যে, হরিয়ানায় রেকর্ড তৃতীয়বার ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। হ্যাটট্রিকের পথে এগোচ্ছে গেরুয়া শিবির।
আরও পড়ুন: PM Modi: উৎসবের আবহে প্রধানমন্ত্রী মোদীর লেখনীতে ‘গরবা’ গান
গণনার দিন সকালে মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এক সংবাদ সংস্থার প্রশ্নের উত্তর দেওয়ার সময় আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘গত দশ বছরে বিজেপি যা যা কাজ করেছে তার ফলাফলস্বরূপ হরিয়ানায় তৃতীয়বার বিজেপির সরকার আসতে চলেছে’। তিনি আরও বলেন, ‘আমাদের সরকার হরিয়ানাবাসীর সেবা করতে থাকবে। কংগ্রেস ক্ষমতার জন্য কাজ করে, আর বিজেপি সেবার জন্য কাজ করে।’
এদিন গণনার আগেই কুরুক্ষেত্রে ব্রহ্ম সরোবরের শ্রী দক্ষিণমুখী হনুমান মন্দিরে পূজার্চণা করেন নয়াব সিং সাইনি।