Thursday, November 21, 2024
HomeদেশNarendra Modi : ‘‘ঠাকুরবাড়ি আমরা কাছে মহাতীর্থ, 'সমাজের কোথাও হিংসা বা...

Narendra Modi : ‘‘ঠাকুরবাড়ি আমরা কাছে মহাতীর্থ, ‘সমাজের কোথাও হিংসা বা অরাজকতা থাকলে তার প্রতিবাদ করতে হবে” মতুয়াদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা

ইন্ডিয়া নিউজ বাংলা

Narendra Modi addresses Matua Community

সোমনাথ মজুমদার, উত্তর ২৪ পরগণা : জয় হরিবোল , সকল মতুয়া দের আমার শ্রদ্ধা । বক্তব্যের শুরু তে বাংলায় এভাবে মতুয়া দের সম্মোধন করলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। মতুয়া ভাবাদর্শের কথা উল্লেখ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “হরিচাঁদ ঠাকুর সমাজ সংস্কারের প্রবাহকে কখনও আটকে থাকতে দেননি। আজ যে লিঙ্গ ব্যবস্থার কথা বলা হয়, তা আঠারো শতকেই হরিচাঁদ ঠাকুর নিজের লক্ষ্য করে নিয়েছিলেন। তিনি মহিলাদের শিক্ষা থেকে কাজের অধিকারের জন্য কথা বলেছিলেন। সেই সময়ে তিনি মহিলা কোর্ট, মহিলাদের স্কুল তৈরি করেছিলেন। এটাই বোঝায়, তাঁর লক্ষ্য কী ছিল। আজ যখন ভারতে বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান সফল হচ্ছে, যখন সমাজের সব ক্ষেত্রে আমাদের মেয়েরা ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে দেশগঠনের কাজ করছে, তখন দেখে মনে হয়, আমরা হরিচাঁদ ঠাকুরের মান রাখতে পেরেছি। ভারতের বিকাশে মতুয়া সমাজের ভূমিকা অনস্বীকার্য। তাই কেন্দ্রীয় সরকার সবসময় চেষ্টা করে যাতে এই সম্প্রদায়ের সঙ্গে যুক্ত প্রত্যেক পরিবারের জীবন সহজ হয়। তাঁরা যাতে প্রত্যেক জনকল্যাণকর প্রকল্পের দ্রুত সুবিধা পান তার দিকে জোর দেওয়া হচ্ছে। রাজ্য সরকারকেও এই নিয়ে বলা হচ্ছে।”

‘ঠাকুরবাড়ি আমরা কাছে মহাতীর্থ, Narendra Modi addresses Matua Community

আজ থেকে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে শুরু হল মতুয়া সম্প্রদায়ের মানুষদের সর্ববৃহৎ ধর্মমেলা।‌ ঠাকুর পরিবারের সদস্য শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর কামনা সাগরে স্নানের পরই প্রথা মেনে সাধারণ মতুয়া ভক্তরা স্নানে নামেন। স্নান সেরে শান্তনু ঠাকুর বলেন , প্রথা মেনে স্নান শুরু হল , আগে বড়মা করতেন ৷এদিন সকাল থেকেই হাজার হাজার মতুয়া ভক্ত ঠাকুরনগর ঠাকুরবাড়িতে উপস্থিত হন।বেলা যত বেড়েছে ভক্ত দের উপস্থিতির হারও তত বেড়েছে৷
করোনা পরিস্থিতির কারণে গত ২ বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হতে পারে নি। ফলে এ বছর মতুয়া ভক্তদের মধ্যে এই মেলাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা চরমে উঠেছে। এদিন  প্রধানমন্ত্রী মতুয়া ভক্তদের উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে ইতিমধ্যেই ঘোষনা করা হয়েছিল।প্রথমে দুপুরে প্রধান মন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা থাকলেও পরে পিছিয়ে সেটা রাত ৯টায় করা হয় ৷সময় পিছিয়ে যাবার কথা জানিয়ে টুইট করেন শান্তনু ঠাকুর ,এবিষয়ে তিনি বলেন, দুপুর থেকে পুণ্য লগ্নছিল ছিল ,মতুয়ারা দাবী করেন পুণ্যতিথি তে বক্তব্য রাখুন প্রধানমন্ত্রী , সে কারনে রাত ৯টায় বক্তব্য রাখেন। পরে প্রধানমন্ত্রী টুইট ও করেন।

প্রধানমন্ত্রী৷ মতুয়া মেলা উপলক্ষ্যে মন্দির এবং কামনা সাগরের চারপাশ সাজিয়ে তোলা হয়েছে রঙীন বাহারী আলোতে , নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ কর্মী। প্রধানমন্ত্রীর ভাষণ সাধারণ মানুষকে শোনানোর জন্য বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন এর ব্যাবস্থাও করা হয়। মতুয়া ভক্ত তথা মতুয়া কর্মকর্তাদের আশা, প্রধানমন্ত্রীর ভাষনের সঙ্গে সঙ্গেই এই মেলা আর্ন্তজাতিক স্বীকৃতি পেল।বিভেদ ভুলে ঠাকুরবাড়ির তথা কথিত দু পক্ষ এক সাথে মেলার আয়োজন করায় খুশি ভক্তেরাও ৷

Narendra Modi

আর ও পড়ুন  Jagdeep Dhankhar: রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলার অবনতি নিয়ে, রাজ্যপাল আলোচনার জন্য রাজভবনে ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে

Publish by Monirul Hossain

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular