এর আগেও মোদী জমানায় বহু জায়গার নাম বদল হয়েছে। এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ। মুঘলসরাই হয়েছে দীন দয়াল উপাধ্যায় জংশন। তালিকায় রয়েছে ফৈজাবাদ থেকে শুরু করে ফিরোজাবাদও। এবার সেই তালিকায় কি কাশ্মীর (Kashmir) যোগ হতে চলেছে? বৃহস্পতিবার অমিত শাহের বক্তব্যের পর এমনই একটি প্রশ্ন মাথাচাড়া দিয়েছে।
কী ইঙ্গিত শাহের?
বৃহস্পতিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে অমিত শাহ বলেন, ‘আমরা সবাই জানি কাশ্মীরকে কাশ্যপের ভূমি বলা হয়। এমন হতেই পারে যে ওঁর নাম থেকেই কাশ্মীরের নাম এসেছে।’ আর তাঁর এই বক্তব্যের পরই শুরু হয় জল্পনা।
আরও পড়ুন: PM Modi: নতুন বছরের শুরুতেই ‘কল্পতরু’ মোদী, আমজনতার জন্য বড় উপহার
শাহ আরও বলেন, ‘কাশ্মীরি, ডোগরি, বালটি এবং ঝাঁস্করি ভাষাগুলিকে সরকার স্বীকৃতি দিয়েছে। এজন্য আমি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাই। কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর কাশ্মীরের কম প্রচলিত স্থানীয় ভাষাকেও বাঁচিয়ে রাখতে উদ্যোগী হয়েছেন তিনি।’
মোদীর আমলে অন্যান্য বেশ কিছু জায়গার নাম পরিবর্তিত হলেও, কাশ্মীরের (Kashmir) ক্ষেত্রে বিষয়টি যে বেশ স্পর্শকাতর, এমনটাই মনে করছেন অনেকে।