ইন্ডিয়া নিউজ বাংলা
মুম্বাই : আগামী সোমবার ২৪ জানুয়ারি থেকে মহারাষ্ট্রে আবার খুলে দেওয়া হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠান। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে স্কুল খোলার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন। মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কওয়াড়ি আজ সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন যে টাস্কফোর্স এবং অভিভাবক শিক্ষক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সবাই স্কুল চালু করার পক্ষে তাদের মত দিয়েছেন। তার পরেই মুখ্যমন্ত্রীর কাছে স্কুল খোলার প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাবে সায় দেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। একেবার প্রাক-প্রাথমিক ও প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব স্কুলই খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্কুল খোলা হলেও সমস্ত কোভিড বিধি মানা হবে। একই সঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন সব পড়ুয়াদের করোনার টীকাকরণ করার জন্য বিশেষ জোর দেওয়া হচ্ছে।
চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে স্থানীয় প্রশাসন Mumbai School Reopening
প্রসঙ্গত করোনার তৃতীয় ঢেউযে মুম্বাইসহ মহারাষ্ট্র জুড়ে সংক্রমণ বাড়ার ফলে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের রাখার সিদ্ধান্ত নিয়েছিল মহারাষ্ট্র সরকার। তবে করোনার প্রকোপ কমতে থাকায় সম্প্রতি মুম্বাইয়ের একটি অভিভাবক সমিতি মুখ্যমন্ত্রীর কাছে ২৪ জানুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আবেদন জানিয়ে আবেদন করেছিল। তাদের সেই আবেদনে সাড়া দিলেন উদ্ধব ঠাকরে। একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন তার এলাকায় করোনা সংক্রমণের দিকে নজর রেখে স্কুল কিভাবে চলবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে।