Sunday, October 6, 2024
HomeদেশChennai: বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতার স্বঘোষিত মোটিভেশনাল স্পিকার

Chennai: বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতার স্বঘোষিত মোটিভেশনাল স্পিকার

শনিবার চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গ্রেফতার হলেন তামিলনাড়ুর স্বঘোষিত মোটিভেশনাল স্পিকার মহাবিষ্ণু৷ পুলিশ সূত্রে খবর, এক দৃষ্টিহীন শিক্ষকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন মহাবিষ্ণু৷ তিনি কর্ম এবং পুনর্জন্মের ওপর বিতর্কিত মন্তব্য করেন৷ আর তা নিয়েই ওই শিক্ষকের সঙ্গে তাঁর তর্ক-বিতর্ক শুরু হয়ে যায়৷

কী জানা গিয়েছে?

সংবাদ মাধ্যম সূত্রে খবর, সম্প্রতি একটি স্কুলে পড়ুয়াদের উদ্দেশে বক্তব্য পেশ করছিলেন তিনি৷ সে সময় তিনি কর্ম এবং পুনর্জন্ম প্রসঙ্গে কথা বলছিলেন৷ সে সময় সেখানে উপস্থিত এক দৃষ্টিহীন শিক্ষক মহাবিষ্ণুর বক্তব্যের বিরোধিতা করেন৷ উভয়ে তারপর বাদানুবাদে জড়িয়ে পড়েন৷ আর এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়ে৷

আরও পড়ুন: Uttar Pradesh: টিফিনে আমিষ খাবার আনায় নার্সারির পড়ুয়াকে বরখাস্ত করল স্কুল

এরপর একটি এনজিও ওই স্বঘোষিত মোটিভেশনাল স্পিকারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে৷ মহাবিষ্ণু বিদেশ সফর করে দেশে ফিরলে তাঁকে বিমানবন্দর থেকেই গ্রেফতার করে পুলিশ৷ তাঁকে আদালতে পেশ করা হয়৷ পুলিশের বক্তব্য অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চলছে৷

এদিকে মহাবিষ্ণুর গ্রেফতারিকে তামিলনাড়ুর বিজেপি নেতা নারায়ণান তিরুপতি ‘তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া’ হয়েছে বলে মন্তব্য করেন৷ তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সরকার কোনও কারণ ছাড়াই একটি বিড়ালকে বাঘকে পরিণত করে দিয়েছে৷’

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular