ইন্ডিয়া নিউজ বাংলা, নতুন দিল্লি: Modi’s Tweet on National Maritime Day ‘জাতীয় সামুদ্রিক দিবস’ উপলক্ষে ভারতের অর্থনৈতিক উন্নয়নের দিকে সামুদ্রিক খাতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন যে, গত আট বছরে ভারতের সামুদ্রিক খাত বেড়েছে। বাণিজ্য ও বাণিজ্যিক কার্যক্রমের নতুন উচ্চতায় এবং প্রচারে ভারত অবদানের জোয়ার রেখেছে।
নতুন উচ্চতায় ছুঁয়েছে আমাদের সামুদ্রিক উন্নয়ন সেক্টর Modi’s Tweet on National Maritime Day
প্রধানমন্ত্রী মোদি টুইট করেছেন, ‘আজ জাতীয় সামুদ্রিক দিবসে আমরা আমাদের গৌরবময় সামুদ্রিক ইতিহাসকে স্মরণ করি এবং ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য সামুদ্রিক খাতের গুরুত্ব তুলে ধরছি। গত ৮ বছরে আমাদের সামুদ্রিক খাত নতুন উচ্চতায় পৌঁছেছে এবং বাণিজ্য ও বাণিজ্যিক কার্যকলাপের প্রচারে অবদান রেখেছে।’
Today, on National Maritime Day we recall our glorious maritime history and highlight the importance of the maritime sector towards India’s economic growth. In the last 8 years our maritime sector has scaled new heights and contributed to boosting trade and commercial activities. pic.twitter.com/y4DUPhefYD
— Narendra Modi (@narendramodi) April 5, 2022
In the last 8 years the Government of India has focussed on port-led development which includes expanding port capacities and making the existing systems even more efficient. Waterways are being harnessed to ensure Indian products get access to new markets. pic.twitter.com/DChKfDfZwY
— Narendra Modi (@narendramodi) April 5, 2022
ভারতীয় পণ্যের নতুন বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে জলপথ ব্যবহার করা হচ্ছে Modi’s Tweet on National Maritime Day
পিএম মোদি বলেছেন যে গত ৮ বছরে ভারত সরকার বন্দর-নেতৃত্বাধীন উন্নয়নের দিকে মনোনিবেশ করেছে। যার মধ্যে রয়েছে বন্দরের ক্ষমতা সম্প্রসারণ এবং বিদ্যমান ব্যবস্থাগুলিকে আরও দক্ষ করে তোলা। ভারতীয় পণ্যের নতুন বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে জলপথ ব্যবহার করা হচ্ছে।
জাতীয় সামুদ্রিক দিবস ১৯৬৪ সালের ৫ এপ্রিল প্রথম পালিত হয় Modi’s Tweet on National Maritime Day
প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা অর্থনৈতিক বৃদ্ধির জন্য এবং একটি স্বনির্ভর ভারত গড়ে তোলার জন্য সামুদ্রিক খাতকে কাজে লাগাচ্ছি। আমরা সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং বৈচিত্র্য নিশ্চিত করার জন্য পর্যাপ্ত যত্ন নিচ্ছি। যার জন্য ভারত গর্বিত। জাতীয় সামুদ্রিক দিবস ১৯৬৪ সালের ৫ এপ্রিল প্রথম পালিত হয়। এরপর থেকে প্রতি বছর জাতীয় পর্যায়ে দিবসটি পালিত হয়ে আসছে।’
Modi’s Tweet on National Maritime Day
————
Published by Subhasish Mandal