Saturday, November 23, 2024
HomeদেশModi-Biden Virtually Meet Today আজ মোদি-বাইডেন ভার্চুয়াল বৈঠক, ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক নিয়ে...

Modi-Biden Virtually Meet Today আজ মোদি-বাইডেন ভার্চুয়াল বৈঠক, ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Modi-Biden Virtually Meet Today মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আজ রাতে বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাত সাড়ে আটটা নাগাদ ভার্চুয়ালি বৈঠকে বসতে চলেছেন মোদি-বাইডেন। বৈঠকে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে কোভিড-১৯ মহামারী, জলবায়ু সংকট এবং দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হবে বলেই মনে করা হচ্ছে।

হোয়াইট হাউস রবিবার জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এই দুই নেতার মধ্যে কথোপকথনের আগে প্রথমবারের মতো ভারত-মার্কিন ২+২ মন্ত্রী পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। যেখানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন এবং মার্কিন দলের প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ও সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন। Modi-Biden Virtually Meet Today

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন ​​সাকি ঘোষণা করেছেন, ‘প্রেসিডেন্ট বাইডেন আমাদের সরকার, অর্থনীতি এবং আমাদের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে সোমবার, ১১ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কার্যত দেখা করবেন।’ Modi-Biden Virtually Meet Today

প্রেস সেক্রেটারি জেন ​​সাকি আরও বলেছেন, ‘দুই দেশের মধ্যে একটি অবাধ, উন্মুক্ত, নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা বজায় রাখা-সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। দুই নেতা ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের উন্নয়ন এবং উচ্চমানের পরিকাঠামো প্রদানের বিষয়ে তাঁদের কথোপকথনকে এগিয়ে নেবেন।’

Modi-Biden Virtually Meet Today

আরও পড়ুন : PM Kisan Samman Nidhi কৃষকরা যত শক্তিশালী হবে, তত বেশি সমৃদ্ধ হবে নতুন ভারত : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular