Wednesday, January 8, 2025
HomeBreakingISRO: ইসরোর দায়িত্বে এবার V Narayanan, তাঁর সঙ্গে রয়েছে বাংলার যোগ

ISRO: ইসরোর দায়িত্বে এবার V Narayanan, তাঁর সঙ্গে রয়েছে বাংলার যোগ

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) দায়িত্বে এবার এস সোমানাথের পরিবর্তে আসতে চলেছেন ড. ভি নারায়ণন। মঙ্গলবার ইসরোর নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়ে ঘোষণা করেছে কেন্দ্র। তবে ইসরোর চেয়ারম্যান পদের পাশাপাশি ভি নারায়ণন ডিপার্টমেন্ট অব স্পেসের সেক্রেটারির দায়িত্বও পালন করবেন।

কবে থেকে দায়িত্বে?

আগামী ১৪ জানুয়ারি মেয়াদ শেষ হচ্ছে সোমনাথের। সেদিনই ইসরোর চেয়ারম্যান পদের দায়িত্ব নেবেন নারায়ণন। আগামী ২ বছরের জন্য এই দায়িত্বে থাকবেন তিনি।

উল্লেখ্য, ১৯৮৪ সালে ইসরোতে (ISRO) যোগদান করেছিলেন ভি নারায়ণ। রকেট এবং মহাকাশযান চালনায় ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এতদিন তিনি লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: Kashmir: এই ঋষির নামে বদলে যেতে পারে কাশ্মীরের নাম? কী ইঙ্গিত দিলেন অমিত শাহ?

বাংলার যোগ

তামিলনাড়ুতে জন্ম এবং বেড়ে ওঠা হলেও, বাংলার সঙ্গে কিন্তু যোগ রয়েছে ভি নারায়ণনের। কারণ স্কুলের গণ্ডি পার করে তিনি চলে এসেছিলেন পশ্চিমবঙ্গে। খড়্গপুর আইআইটি থেকে ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে, এখান থেকেই অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিইচডি করেন তিনি। পিএইচডি শেষ করে তিনি যোগ দেন ইসরোতে (ISRO)।

প্রসঙ্গত, ২০২৫ সালে ইসরো (ISRO) অনেক গুরুত্বপূর্ণ মিশনের পরিকল্পনা রয়েছে। এই বছরই শ্রীহরিকোটা থেকে যেমন ১০০তম রকেট উৎক্ষেপণ হতে চলেছে, তেমনই রয়েছে গগনযানের মতো প্রোজেক্টও। তাই এই সব গুরুত্বপূর্ণ দায়িত্বে ভি নারায়ণনের ভূমিকার দিকে নজর থাকবে দেশ তথা বিশ্ববাসীর।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular