Sunday, November 24, 2024
HomeদেশKerala Landslide : কেরলের ওয়েনাড়ে ভয়াবহ ধস, উদ্ধার হচ্ছে একের পর এক...

Kerala Landslide : কেরলের ওয়েনাড়ে ভয়াবহ ধস, উদ্ধার হচ্ছে একের পর এক দেহ

কেরলের ওয়েনাড়ে (Kerala Landslide) ভয়াবহ ভূমিধস। পার্বত্য এলাকায় এই ভূমিধসের জেরে ধ্বসংস্তূপের তলায় আটকে কমপক্ষে শতাধিক মানুষ। একটানা বৃষ্টির জেরেই হঠাৎ ওই এলাকায় ধস নামে। বৃষ্টির মধ্যেই উদ্ধারকাজ চলছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

কেরালার পাঁচটি জেলায় সতর্কতা জারি

মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে ওই এলাকায় (Kerala Landslide) প্রয়োজনীয় যানবাহন ছাড়া অন্য যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। রাজ্য সরকার ৫টি জেলায় লাল সতর্কতা জারি করেছে। এই জেলাগুলি হল ওয়েনাড়, কাসারগোড, কন্নুর, কোঝিকোড় এবং মাল্লাপুরম।

আরও পড়ুন : Jharkhand Train Accident : চক্রধরপুরে ভয়াবহ রেল দুর্ঘটনা, নিহত ২

সূত্রের খবর, মঙ্গলবার ভোররাতে মেপ্পাদি, মুন্ডক্কাই টাউন এবং ওয়েনাড় জেলার চুরালমালায় ভূমিধস (Kerala Landslide) হয়। ভূমিধসের কারণে কয়েকজনের মৃত্যু হয়েছে।

ভূমিধসে (Kerala Landslide) আহত ৫০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিধসের কারণে স্কুল এবং আশেপাশের বাড়িঘর ও দোকানপাট জল ও কাদায় ভরে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই কেরলের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular