Monday, November 25, 2024
HomeদেশMassive fire Broke Out in Hyderabad হায়দরাবাদে স্ক্র্যাপ গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত...

Massive fire Broke Out in Hyderabad হায়দরাবাদে স্ক্র্যাপ গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১১ পরিযায়ী শ্রমিক

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Massive fire Broke Out in Hyderabad হায়দরাবাদের ভৈগুড়া (Bhoiguda) এলাকায় একটি স্ক্র্যাপ গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ৮টি ইঞ্জিন চেষ্টা চালাচ্ছে। সূত্র মারফত জানা গেছে গোডাউনটিতে ১২ জন শ্রমিক ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে একজন কোনওরকমে জানলা ভেঙে পালাতে সক্ষম হয়। বর্তমানে সেকেন্দ্রাবাদের গান্ধি হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি রয়েছেন সেই শ্রমিক। মারা যাওয়া ১১ জন পরিযায়ী শ্রমিকের মধ্যে ১০ জন বিহারের আজমপুরা গ্রামের বাসিন্দা। দেড় বছর আগে ভৈগুড়া এলাকায় এই স্ক্র্যাপ গোডাউনে কাজ করতে আসেন তাঁরা। Massive fire Broke Out in Hyderabad

হায়দরাবাদের ডিসিপি (সেন্ট্রাল জোন) জানিয়েছে, নিহতদের ইতিমধ্যেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে সেকেন্দ্রাবাদের গান্ধি হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে, গোডাউনের ভিতরে আটকে পড়া ১২ জন ঘুমাচ্ছিল এবং প্রচণ্ড অগ্নিকাণ্ডের কারণে গোডাউনের একটি দেয়াল ধসে পড়লে একজন ছাড়া আর কেউ বের হতে পারেনি। জীবন্ত দগ্ধ হয়ে ১১ জনের মৃত্যু হয়। Massive fire Broke Out in Hyderabad

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকাহত পরিবারের আত্মীয়দের জন্য অনুদান ঘোষণা করেছেন। টুইটারে পিএমও দফতর লিখেছে, ‘হায়দরাবাদের ভৈগুড়ায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় ব্যথিত। শোকের এই মুহূর্তে শোকাহত পরিবারের সাথে রয়েছি আমি। প্রত্যেক মৃতের পরিবারকে ২ লাখ টাকা করে অনুদান PMNRF মাধ্যমে দেওয়া হবে।’ Massive fire Broke Out in Hyderabad

এদিকে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব সোমেশ কুমারকে বিহারে মৃতদেহ ফেরানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।

Massive fire Broke Out in Hyderabad

আরও পড়ুন : Terrible Fuel Crisis in Sri Lanka ভয়াবহ জ্বালানি সংকট শ্রীলঙ্কায়! পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ লাইন, নামানো হল সেনাবাহিনী

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular