Tuesday, January 21, 2025
HomeBreakingMaoists Encounter: ৩৬ ঘণ্টার অভিযানে ছত্তিশগঢ়ে খতম ২০ মাওবাদী, কী বললেন শাহ?

Maoists Encounter: ৩৬ ঘণ্টার অভিযানে ছত্তিশগঢ়ে খতম ২০ মাওবাদী, কী বললেন শাহ?

ছত্তিশগঢ়ের মাওবাদীদের (Maoists Encounter) বিরুদ্ধে লড়াইয়ে ফের বড়সড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। ওড়িশা সীমান্ত লাগোয়া গরিয়াবান্দ জেলায় টানা ৩৬ ঘণ্টার টানটান অভিযানে ১৪ জন মাওবাদী খতম হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই অভিযানে মৃতের তালিকায় এমন এক মাওবাদী ছিল যার মাথার দামই নাকি এক কোটি টাকা!

কী জানা গিয়েছে?

মাওবাদীদের বিরুদ্ধে এই অভিযানকে (Maoists Encounter) বড় সাফল্য বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘আমাদের নিরাপত্তাবাহিনী মাওবাদীমুক্ত ভারত গড়তে আরও একটা বড় সাফল্য পেল। সিআরপিএফ, ওড়িশার এসওজি, ছত্তিসগঢ় পুলিশের যৌথ অভিযানে ওড়িশা-ছত্তিসগঢ় সীমানায় ১৪ মাওবাদী নিহত হয়েছে।’’

Amit Shah on Chhattisgarh Encounter
Amit Shah on Chhattisgarh Encounter

প্রসঙ্গত, ওড়িশা, ছত্তিশগঢ় পুলিশ এবং সিআরপিএফ যৌথভাবে এই অভিযান (Maoists Encounter) চালায়। সোমবার সকালে তাদের অভিযান শুরু হয়। এই অভিযানের প্রাথমিক উদ্দেশ্য ছিল সীমান্ত এলাকায় মাওবাদীদের গতিবিধি বন্ধ করা।

আরও পড়ুন: Harsha Richhariya: ইনফ্লুয়েন্সার থেকে সাধ্বী! কুম্ভমেলায় ‘ভাইরাল’ হর্ষা রিচারিয়াকে চেনেন?

এও জানা গিয়েছে যে, এই অভিযান (Maoists Encounter) চলাকালীন এনকাউন্টারে দুই মহিলা মাওবাদী খতম হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, এনকাউন্টারে খতম মাওবাদীর সংখ্যা আরও বাড়তে পারে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular