ভয়াবহ ঘটনা পঞ্জাবের স্বর্ণমন্দিরে। হঠাৎই গুলির শব্দ। শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলকে (Sukhbir Singh Badal) লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। তবে ঘটনার সঙ্গে সঙ্গেই ধরা পড়ে যায় সে। অভিযুক্তকে হেফাজতে নেয় পুলিশ। অভিযুক্তের নাম নারায়ণ সিং চৌরা। তার কাছ থেকে একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে।
কেমন আছেন সুখবীর সিং বাদল?
জানা গিয়েছে, বুধবার সকালে অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়েছিলেন পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দলের নেতা সুখবীর সিং বাদল (Sukhbir Singh Badal)। স্বর্ণমন্দিরের ঢোকের মুখে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলে উপস্থিত সকলে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, সুখবীর সিং বাদল নিরাপদেই রয়েছেন।
আরও পড়ুন: Gautam Adani Row: ‘আজই আদানিকে গ্রেফতার করা হোক,’ দাবি Rahul Gandhi’র
প্রসঙ্গত, সুখবীর সিং বাদলকে (Sukhbir Singh Badal) সোমবারই শাস্তি বিধান করে শিখ ধর্মের শীর্ষ কমিটি অকাল তখত। এই শাস্তির ভিত্তিতে সোমবার এক নির্দেশে বলা হয়, সুখবীর সিং বাদলকে অমৃতসরের স্বর্ণমন্দির সহ বেশ কয়েকটি গুরুদ্বারের শৌচাগার পরিষ্কার, রান্নাঘরের কাজ ও লঙ্গরখানার এঁটো বাসন ধুতে হবে।
নিজের অপরাধ স্বীকার করেন তিনি (Sukhbir Singh Badal) এবং স্বর্ণ মন্দিরের বাইরে পরিষেবা দিতে দেখা যায় তাঁকে। বুধবার সকালেও স্বর্ণ মন্দিরের প্রবেশদ্বারের সামনে হুইলচেয়ারেই বসেছিলেন সুখবীর সিং বাদল। সে সময়ই এই ঘটনা ঘটে যায়।