কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Mamata Banerjee going to Rampurhat বৃহস্পতিবার রামপুরহাট যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘আজই বীরভূমে যাব ভেবেছিলাম, কিন্তু কিছু দল ল্যাংচা খেতে খেতে ল্যাংচাতে ল্যাংচাতে বীরভূমে ঢুকছে, তাই যাইনি’, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিধবা ভাতা প্রদান অনুষ্ঠান থেকেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। তবে বৃহস্পতিবার রামপুরহাট যাচ্ছেন বলে জানিয়ে দিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘রামপুরহাটের ঘটনা দুর্ভাগ্যজনক। রামপুরহাটের ঘটনায় কড়া ব্যবস্থা নিয়েছে সরকার। বীরভূমের ঘটনার তীব্র নিন্দা করছি। দোষীরা কেউ ছাড় পাবে না। খবর পেয়ে আমি ফিরহাদ হাকিমকে পাঠিয়েছি। ঘটনা ঘটার পর অ্যাকশন নেওয়া হচ্ছে। অ্যাকশন নিতে আমরা কোনও কালার দেখি না।’ Mamata Banerjee going to Rampurhat
এদিন তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে সব জায়গায় যেতে দিই। কিছু দল ল্যাংচা খেতে খেতে ল্যাংচাতে ল্যাংচাতে বীরভূমে ঢুকছে। আজ বীরভূমে যাব ভেবেছিলাম, তাই যাইনি। আগামীকাল আমি রামপুরহাট যাব। হাঁচলে-কাশলে এখানে দেখছি আদালতে চলে যাচ্ছে। আজ পেট্রোলের দাম বাড়িয়েছে যাতে কেউ কিছু না বলতে পারে।’
Mamata Banerjee going to Rampurhat
আরও পড়ুন : Leftist Leader Md. Salim in Rampurhat পুলিশের চোখে ধুলো দিয়ে বাইকে করে বগটুইয়ে মহম্মদ সেলিম
————
Published by Subhasish Mandal