Sunday, November 24, 2024
HomeদেশLt Gen Manoj Pandey Next Army Vice Chief :লেফটেন্যান্ট জেনারেল...

Lt Gen Manoj Pandey Next Army Vice Chief :লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে দেশের পরবর্তী ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ হচ্ছেন, কেন্দ্র প্রস্তাব অনুমোদন করেছে

ভারতীয় নিরাপত্তা বাহিনী তাদের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) নিয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে এর মাঝেই  কেন্দ্র সরকার পূর্বাঞ্চলীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডেকে দেশের পরবর্তী উপ-সেনা প্রধান করার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্রের খবর, জেনারেল পান্ডেকে এই পদে নিয়োগের প্রস্তাব কেন্দ্রীয় সরকার অনুমোদন করেছে। একই সঙ্গে ১ ফেব্রুয়ারি  জেনারেল পান্ডে লেফটেন্যান্ট জেনারেল সিপি মোহান্তির স্থলাভিষিক্ত হবেন ডেপুটি আর্মি চিফ হিসেবে। জেনারেল মোহান্তি ৩১ জানুয়ারি অবসরে নিচ্ছেন।

লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে কে?
জেনারেল পান্ডে 1982 সালের ডিসেম্বরে কর্পস অফ ইঞ্জিনিয়ার্স (দ্য বোম্বে স্যাপারস) এ নিযুক্ত হন। তিনি দিল্লির আর্মি ওয়ার কলেজ মহু এবং ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) হায়ার কমান্ড কোর্সে অংশ নেন। দেশের জন্য ৩৭ বছর ধরে সেবা করে চলেছেন, পান্ডে অপারেশন বিজয় এবং অপারেশন পরাক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।জেনারেল পান্ডে ১ জুন ইস্টার্ন আর্মি কমান্ডের নতুন কমান্ডার (জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সিকিম এবং অরুণাচল প্রদেশ অঞ্চলের উত্তর-পূর্ব রাজ্যগুলিতে চীনের সাথে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) পাহারা দেওয়ার জন্য কমান্ডটি মোতায়েন করা হয়েছে। এর সদর দপ্তর কলকাতায়। লেফটেন্যান্ট জেনারেল পান্ডে পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান হওয়ার আগে আন্দামান ও নিকোবর কমান্ডের সর্বাধিনায়ক ছিলেন।

আর ও পড়ুন : Army rescues civilians : কাশ্মীর উপত্যকার কুপওয়ারায় তুষারধসে আটকে পড়া নাগরিকদের উদ্ধার সেনাবাহিনীর

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular